অনুশীলন মাঠেই হবে ম্যাচ, থাকবে না দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৬ জুলাই ২০২৫
অনুশীলন মাঠেই হবে ম্যাচ, থাকবে না দর্শক

বৃষ্টির কারণে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটানের ম্যাচটি খেলতে হয়েছে দুটি মাঠে। ভারী বৃষ্টিতে পানি জমে যাওয়ায় বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হয়েছে অনুশীলন মাঠে। মাঠ প্রস্তুত না হওয়ায় বৃহস্পতিবারের দুটি ম্যাচই কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ দুটিতে থাকবে না দর্শক প্রবেশাধিকার।

বুধবার (১৬ জুলাই) আয়োজক দেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ম্যাচ দুটি ঘিরে বেশি কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের ম্যাচ দুটি কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। তবে ব্যতিক্রমী পরিবেশে দর্শক প্রবেশের সুযোগ থাকবে না। একই সাথে অস্থায়ী প্রেস বক্স স্থাপন করা হলেও ম্যাচের কোনও ভিডিও ধারণ করা যাবে না।

এছাড়া ম্যাচ দুটি শুরু হওয়ার সময়ে কোন পরিবর্তন আনা হয়নি, পূর্বনির্ধারিত সময়-সূচি মতো খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় নেপাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা ৩ ম্যাচ জয় তুলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।



শেয়ার করুন :