অপরাজিত থেকেই পরের রাউন্ডে বার্সা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭
অপরাজিত থেকেই পরের রাউন্ডে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ড্রয়ের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পোর্তিংকে অনেকটা কষ্টেই হারালো বার্সেলোনা। এরনেস্তো ভালভেরদের দল মঙ্গলবার রাতে পর্তুগালের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে। তবে এর আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বার্সেলোনার জন্য ম্যাচটি শুধুই ছিল আনুষ্ঠানিকতার। তাই হয়তো ঘরের মাঠে মেসিকে বেঞ্চে রেখেই খেলতে নামা হয়। দলের সেরা তারকাকে বাইরে রেখে প্রথমার্ধে বল দখলে রাখলেও গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পরও একইভাবে চলতে থাকা ম্যাচের ৫৯তম মিনিটে দেনিস সুয়ারেসের কর্নারে হেডে পাকো আলকাসের গোলে এগিয়ে যায় বার্সা। দুই মিনিট পর আলেইশ ভিদালকে বসিয়ে মেসিকে নামান কোচ। পরের মিনিটেই গোল খেতে বসেছিল স্বাগতিকরা।

৮২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির জোরালো বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও। তার সাত মিনিট পর আলকাসেরের কোনাকুনি শটও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে যোগ করা সময়ে দ্বিতীয় গোল খেয়ে বসে খায় অতিথিরা।

এ জয়ে অপরাজিত থেকেই পরের রাউন্ডে পা রাখলো বার্সেলোনা। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৪। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ইউভেন্তুস।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্যারিসিচের হ্যাটট্রিক শীর্ষে ইন্টার মিলান

প্যারিসিচের হ্যাটট্রিক শীর্ষে ইন্টার মিলান

জোড়া সেঞ্চুরিতেও ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

জোড়া সেঞ্চুরিতেও ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

মেসি-রোনালদো শতবর্ষী মেধাবী

মেসি-রোনালদো শতবর্ষী মেধাবী

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি