৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু, বিদায় চিলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৪ জুলাই ২০১৯
৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু, বিদায় চিলি

ছবি : ইপিএ

ফেভারিট হিসেবে কোপা আমেরিকায় সেমিফাইনালে খেলতে নেমেছিল চিলি। অন্যদিকে আন্ডারডগ ছিল পেরু। তারাই এবার উপহার দিল বিস্ময়ের। ৩-০ গোলের ব্যবধানে চিলিকে উড়িয়ে ৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠছে পেরু।

বুধবার রাতে সবাইকে হতবাক করে দিয়ে পোর্তো অ্যাল্লেগ্রিতে খেলতে নামে পেরু। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে তারা। সাফল্যর দেখা পেতেও সময় লাগেনি। ম্যাচের ২১ মিনিটে দলকে লিড এনে দেন এডিসন ফ্লোরেস।

সতীর্থ আন্দ্রে কারিল্লোর অ্যাসিস্ট থেকে দুরহ কোন থেকে নিশানাভেদ করেন তিনি। এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পেরু। মুহুর্মুহু আক্রমণে চিলিকে ব্যতিব্যস্ত রাখে পেরু খেলোয়াড়রা।

দুর্দান্ত খেলা পেরুর ব্যবধান বাড়তেও খুব একটা বিলম্ব হয়নি। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োসিমার ইয়োতুন। তাতেও ছিল কারিল্লোর আলতো ছোঁয়া। কার্যত এখানেই চিলিয়ানদের ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করেও ভালো কোন ফল পায়নি চিলি। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণভাগ আগলে রেখে পেরু শিবিরে আক্রমণের ঢেউ তোলেন। তবে চীনের মহাপ্রাচীর তুল্য পেরুভিয়ান রক্ষণসেনাদের দেয়াল ডিঙাতে পারেননি সানচেজ-ভিদালরা। শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা আলোর মুখে দেখেনি।

ম্যাচের ইনজুরি টাইমে উল্টো গোল খেয়ে বসে আরেকটা। ৯১ মিনিটে লক্ষ্যভেদ করেন পাওলো গুয়েরেরো। চিলি শিবিরে তিনি শেষ পেরেক ঠুকার পর আনন্দোল্লাসে মাতে পেরু। তাতে সমর্থন জোগান গ্যালারিতে থাকা হাজারও পেরুভিয়ান।

সর্বশেষ কোপার ফাইনালে ১৯৭৫ সালে খেলেছিল পেরু। এরপর কখনই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখাতে পারেননি তারা। অবশেষে ৪৪ বছর পর মহাদেশীয় সেরার ফাইনালে পা রাখলেন রিকার্দো গ্যারেসার শিষ্যরা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ কোপা আমেরিকার এবারের স্বাগতিক দল ব্রাজিল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেইমার বিহীন ব্রাজিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

লাউতারো মার্টিনেজের জন্য ১১২ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বার্সেলোনা

লাউতারো মার্টিনেজের জন্য ১১২ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বার্সেলোনা

নিজের পেনাল্টি মিসে দলের হার, মাঠেই কান্না শুরু করলেন সুয়ারেজ

নিজের পেনাল্টি মিসে দলের হার, মাঠেই কান্না শুরু করলেন সুয়ারেজ

আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি

আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি