প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপুটে জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১০ আগস্ট ২০১৯
প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপুটে জয়

ছবি : রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০১৯-২০ মৌসুমের উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে ইংলিশ জায়ান্টকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। নতুন এ মৌসুমে দাপুটে জয় দিয়ে শুরু করলো বর্তমান রানার্স আপ লিভারপুল।

শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটে সফলতার দেখা পায় তারা। পেনাল্টি বক্সের বাম পাশ দিয়ে দিভোক অরিগির ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন নরউইচ সিটির গ্রান্ট হ্যানলি। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

লিভারপুলের আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে নরউইচ। ১৬ মিনিটে রবার্টসনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই ব্যাবধান বাড়ায় স্বাগতিক দল। ১৯ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে পেনাল্টি বক্সের ডান পাশে রবার্তো ফিরমিনোর বাড়ানো বল পেয়ে যান মোহাম্মদ সালাহ। বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন মিশরীয় এ স্ট্রাইকার।

২৮ মিনিটে তিন নম্বর গোল করে লিভারপুল। কর্নার থেকে সালাহর শটে হেড করে বল জালে পাঠান স্কোরশিটে নাম তোলেন ভ্যান ডাইক।
sportsmail24
ম্যাচের ৩৯তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। ৪২ মিনিটে আবারও গোলের দেখায় পায় অল রেডসরা। মাঝমাঠ থেকে দারুণ বোঝাপড়ায় আলেক্সান্ডার আরনল্ডের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন অরিগি। প্রধমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যহত রাখে লিভারপুল। ৪৮ মিনিটে লিভারপুলের জর্ডান হেন্ডাসনের নিশ্চিত গোলমুখি শট ফিরিয়ে দেন ক্রল। ফিরতির বলে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করেন ফিরমিনো।

৬২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় নরউইচ। তবে মরিটজ লেইটনারে জোড়ালো শট বারে লেগে প্রতিহত হয়। তবে ৬৪ মিনিটে ব্যবধান কমায় অতিথি দলটি। ইমিলিয়ানো বুয়েনডার বাড়োনো বল টীমু পুক্কি’র ডান পায়ের শটে বল জালের ঠিকানা খুঁজে পায়।

শেষ দিকে আর কোন গোল না হওয়ায় ৪-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি

খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি

হ্যাজার্ডের প্রথম গোলেই রিয়ালে জয়ের হাসি

হ্যাজার্ডের প্রথম গোলেই রিয়ালে জয়ের হাসি

মেসির পর এবার নিষেধাজ্ঞায় ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস

মেসির পর এবার নিষেধাজ্ঞায় ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস