বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ৩১ জানুয়ারি ২০২০
বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

লিওনেল মেসি এবং রেকর্ড যেন হাত ধরে একসাথেই চলে। এবার আরও একটি রেকর্ড গড়লেন মেসি। লেগানেসের বিপক্ষে বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এ জয়ে কাতালান জায়ান্টদের হয়ে ৫০০তম জয়ের রেকর্ড গড়লেন মেসি।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যূয়ে লেগানেসকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোপা দেল রে’র শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। এ জয় দিয়েই নতুন মাইলফলক গড়েছেন মেসি।

মেসির এ রেকর্ড ছোঁয়ার ভাগ্য আর কারো হয়নি। কাতালান জায়ান্টদের ইতিহাসে ৫০০তম জয় পাওয়া প্রথম খেলোয়াড় নিওনেল মেসি।

বার্সার জার্সিতে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পাওয়াদের মধ্যে অনেক আগে থেকেই শীর্ষে ছিলেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা জাভি হার্নান্দেজ জয়ের দেখা পেয়েছে ৪৭৬ টি ম্যাচে। তৃতীয় স্থানে থাকা আন্দ্রেস ইনিয়েস্তার জয় ৪৫৯। তবে এ দুই কিংবদন্তিদের পক্ষে মেসিকে আর পেছনে ফেলার সুযোগ নেই, কারণ দু’জনেই ক্লাব ত্যাগ করেছেন।

২০০৪ সালে বার্সার সিনিয়র দলের হয়ে প্রথম জয়ের আনন্দে মাতেন মেসি। ওই ম্যাচের প্রতিপক্ষ ছিল এসপানিওল। এরপর শুধু একটি দলই মেসির বিপক্ষে হার দেখেনি। ২০০৪/০৫ মৌসুমে কোপা দেল’র ম্যাচে ইউডিএ গ্র্যামেনেট ১-০ গোলে হারিয়েছিল বার্সাকে। এরপর অবশ্য দলটির বিপক্ষে আর খেলা হয়নি মেসির।

বার্সার হয়ে ৭১০াট ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে ৫০০টি জয় এসেছে ৮৬টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে সর্বোচ্চ ২৯ বার জয় এসেছে সেভিয়ার বিপক্ষে। এরপর ২৪টি করে জয় আছে অ্যাথলেতিক বিলবাও ও অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে।


শেয়ার করুন :


আরও পড়ুন

লেগানেসকে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে বার্সেলোনা

লেগানেসকে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে বার্সেলোনা

মাঠে নেমেই মার্সেলোর মাইলফলক স্পর্শ

মাঠে নেমেই মার্সেলোর মাইলফলক স্পর্শ

ওয়েস্ট হ্যামকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল

ওয়েস্ট হ্যামকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা