ফুটবল মৌসুমকে এখনো বাঁচানো যায় : উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২০
ফুটবল মৌসুমকে এখনো বাঁচানো যায় : উয়েফা

প্রাণঘাতি করোনাভাইরাসে কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ওলট-পালট হয়ে গেছে সকল আসরের সূচি। তবে উয়েফা প্রধান মনে করছেন, ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর চলমান মৌসুম এখনো বাচাঁনো সম্ভব। মৌসুমের পথচলায় ছেদ পড়লেও এখনো বিকল্প পথ রয়েছে।

ইতালির লা রিপাবলিক ডেইলিকে উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আমরা আগামী মে মাসের মাঝামাঝি, জুনের প্রথম কিংবা জুনের শেষ দিকে শুরু করতে পারি। কিংবা তারপরও যেকোন সময়, নয়তো মৌসুমটি হারিয়ে যাবে।’

পুরো মৌসুম বাতিল হয়ে গেলে লিভারপুল ক্লাবের ভক্তদের মধ্যে দারুন হতাশা ভর করবে । কারণ ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত শিরোপা জয় সুযোগ রয়েছে তাদের।

উয়েফা কখন কখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে সে বিষয়ে কিছু বলেননি সেফেরিন। তবে শীর্ষ লিগ ও ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী মৌসুমের শুরুতে চলমান মৌসুমটি শেষ করার প্রস্তাব রয়েছে। পরেরটি একটু পরের দিকে শুরু বলা হয়েছে।’

সেফেরিন আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে বড় ম্যাচগুলো দর্শকশুন্য মাঠে আয়োজনের বিপক্ষে।


শেয়ার করুন :


আরও পড়ুন

চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা

চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা

করোনা রোগীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিল ইতালি

করোনা রোগীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিল ইতালি

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

বিচে ফুটবল খেলে তোপের মুখে নেইমার

বিচে ফুটবল খেলে তোপের মুখে নেইমার