কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ এএম, ০৮ এপ্রিল ২০২০
কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ইউরোপের বেশির দেশের মতো সার্বিয়াতেও কারফিউ জারি করা হয়েছে। তবে জরুরি অবস্থাকে অমান্য করে শাস্তি পেয়েছেন সার্বিয়ান ফুটবলার আলেকজান্ডার প্রিজোভিচ।

কারফিউ ভাঙার অভিযোগে প্রিজোভিচকে তিন মাসের শাস্তি দেওয়া হয়েছে। সার্বিয়ার একটি আদালত তাকে আগামী তিন মাস গৃহবন্দি অবস্থায় থাকার শাস্তি দিয়েছে।

সার্বিয়ায় বর্তমানে লকডাউন চলছে। গত শুক্রবার এ লকডাউন অমান্য করে বেলগ্রেডের একটি হোটেলের বারে গিয়েছিলেন প্রিজোভিচ। সেই বার থেকে তার সঙ্গে আরও ১৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সার্বিয়ায় এখন পর্যন্ত (৭ এপ্রিল) ২ হাজার ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে প্রাণঘাতি এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬১ জন। এছাড়া চিকিৎসা নিয়ে ১১৮ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

‘নেইমার প্রতারক, নাটক করে’

‘নেইমার প্রতারক, নাটক করে’

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

আইপিএলের জন্য কোহলিদের স্লেজিং করে না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের জন্য কোহলিদের স্লেজিং করে না স্মিথ-ওয়ার্নাররা