পুরো বছর বেতন কর্তনে রাজি আর্সেনালের খেলোয়াড় ও কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ২২ এপ্রিল ২০২০
পুরো বছর বেতন কর্তনে রাজি আর্সেনালের খেলোয়াড় ও কোচ

প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে শামিল হতে নিজেদের বেতন কর্তনে রাজি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব আর্সেনালের খেলোয়াড় ও কোচ। বার্ষিক বেতন থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেতন কাটতে রাজি হয়েছেন তারা।

সিদ্ধান্ত অনুযায়ী পুরো এক বছর খেলোয়াড় ও কোচদের কাছ থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেতন কেটে নেওয়া হবে। চলমান মাস (এপ্রিল-২০২০) থেকে এটি চালু হবে, চলবে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত।

আর্সেনাল এক বিবৃতিতে জানায়, ‘স্বেচ্ছায় আমাদের মূল দল, হেড কোচ ও কোচিং স্টাফরা করোনাভাইরাসের সঙ্কটকালে ক্লাবকে সহায়তার জন্য রাজি হয়েছেন। এর ফলে বার্ষিক বেতন থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেতন কম নেবেন তারা। কয়েক দিনের মধ্যেই চুক্তির কাগজপত্র তৈরি করা হবে।’

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, যদি তারা দল হিসেবে আগামী মৌসুমে সাফল্য পেতে পারেন, তবে কেটে নেওয়া অর্থ খেলোয়াড় ও কোচেদের ফেরত দেওয়া হবে।

বেশ কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ লিগের ক্লাবগুলোর সাথে বেতন কর্তন নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে বেতন কর্তনে সায় দিল আর্সেনাল। খেলোয়াড় ও কোচরা বেতন কর্তনে রাজি হওয়ায় ক্লাবটি ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতি কম হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা উইলহেম ওট

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা উইলহেম ওট

লা লিগার আবেদনে স্পেনের সম্মতি, ফিরছে ফুটবল

লা লিগার আবেদনে স্পেনের সম্মতি, ফিরছে ফুটবল

লিগ শুরু করলো তুর্কমেনিস্তান, গ্যালারিতে ছিল ৩শ’ দর্শক

লিগ শুরু করলো তুর্কমেনিস্তান, গ্যালারিতে ছিল ৩শ’ দর্শক

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ