১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০১৮
১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

ভারতের রাহিল গাঙ্গজি তিন আন্ডার ৬৮-এর কার্ড খেলে প্যানাসনিক ওপেন গলফ টুর্নামেন্টের খেতাব লাভ করেছেন। ১৪ বছর পর তিনি এ খেতাব লাভ করলেন।

৩৯ বছরের রাহিল গঙ্গজি প্যানাসনিক ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে চতুর্থ এবং শেষ রাউন্ডে তিন আন্ডার ৬ -এর কার্ড খেলেন এবং কোরিয়ার হিউংসুঙ কিম এবং জুঙ্গন হাবাং-কে এক শটে পরাজিত করেন।

২০০৪ সালে গাঙ্গজি এশিয়ান ট্যুরে নিজের শেষ খেতাব লাভ করেছিলেন। শেষ দিনে তিনি মোট ১৪ আন্ডার ২০৭-এর স্কোর করে খেতাব লাভ করতে সক্ষম হয়েছিলেন তিনি।

প্যানাসনিক সুইং সিরিজে ভারতের শিব কাপুর (৭৫) প্রথম স্থান অধিকার করেছেন, বোনাস স্বরূপ তিনি ৭০ হাজার ডলার লাভ করেছেন। এছাড়া ভারতীয়দের মধ্যে অজিতেশ সন্ধু (৬৯) দশম স্থান লাভ করেছেন।

খেতাব লাভ করার পর গাঙ্গজি বলেন, ‘১৪ বছর পর এ ঘটনা ঘটলো। আগেই এ খেতাব লাভের সুযোগ আমার এসেছিল, কিন্তু তার সদ্ব্যবহার হয়নি। দীর্ঘ ১৪ বছর আমার খুব সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। আজ আমি নিজের ইচ্ছাশক্তি দেখে খুবই অবাক হচ্ছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর

বুধবার থেকে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু

বুধবার থেকে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু