বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশের টানা জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশের টানা জয়

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর দ্বিতীয় দিনেও জয় পেয়েছে বাংলাদেশ। কিরগিজস্তানের বিপক্ষে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ৩-১ সেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম সেটে (২৮-২৪) পয়েন্টে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে (২১-২৫) পয়েন্টে হেরে যায়। এরপর তৃতীয় সেটে (২৭-২৫) এবং চতুর্থ সেটে (২৫-২৩) পয়েন্টে জয় তুলে নেয় স্বাগতিকরা।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ১০ নম্বর জার্সিধারী রেদওয়ান। তিনি বলেন, “খুব ভালো লাগছে। লড়াইটা কঠিন ছিল, একটু চাপও ছিল। তবে আমরা জিততে চেয়েছিলাম, আমরা জিতেছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ইনশা আল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো “

সেরা খেলোয়াড় রেদওয়ানের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম চৌধুরী।
sportsmail24

এদিকে, দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ সেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম সেটে (২৬-২৪), দ্বিতীয় সেটে (২৫-১৮) এবং তৃতীয় সেটে (২৫-১৭) পয়েন্টে জয় পায় লঙ্কানরা।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড় শ্রীলঙ্কার নাভিদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান ভলিবল প্রশাসনের সদস্য হলেন মেয়র আতিক

এশিয়ান ভলিবল প্রশাসনের সদস্য হলেন মেয়র আতিক

প্রথমবারের মত বাংলাদেশে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট

প্রথমবারের মত বাংলাদেশে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট

বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ক্যারম টুর্নামেন্ট

বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ক্যারম টুর্নামেন্ট

চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’

চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’