বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ক্যারম টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ক্যারম টুর্নামেন্ট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০০২’। শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত।

শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনের হল রুমে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়নের সঞ্চালনায় সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হাসান শামিম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আশরাফ আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান শহিদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এ স্বাধীন বাংলাদেশ। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এসেছেন। সভাপতির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে আমরা সেই মোতাবেক আরও টুর্নামেন্ট করবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আমরা সারাবছরই খেলার মধ্যে থাকি। বিজয় দিবস ক্যারম আমাদের বার্ষিক ক্যালেন্ডারের একটি ইভেন্ট। আমরা রেগুলার খেলার মধ্যেই আছি।

জাতীয় দলের খেলোয়াড়সহ ৬৫ জন (পুরুষ ৫০ ও মহিলা ১৫) খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যাদের মাঝে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল লিগে চ্যাম্পিয়ন ‘সিএসই শুটার’

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল লিগে চ্যাম্পিয়ন ‘সিএসই শুটার’

চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’

চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

চলতি বছর থেকে চালু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

চলতি বছর থেকে চালু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট