গাভাস্কারের ওপেনিং সঙ্গী করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৩ জুলাই ২০২০
গাভাস্কারের ওপেনিং সঙ্গী করোনা আক্রান্ত

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার চেতন চৌহান। শুক্রবার (১০ জুলাই) চেতন চৌহানের করোনা টেস্ট করা হলে রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। আপাতত তিনি লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় চৌহানের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। টুইট বার্তায় চোপড়া লেখেন, ‘চেতন চৌহান জি’ও করোনা পজিটিভ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার। কঠিন রাত। বিগ বি ও চেতন চৌহান জি একই দিনে করোনা পজিটিভ।’

১৯৬৯ থেকে ১৯৮১ পর্যন্ত ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন চৌহান। ওই সময়ে সুনীল গাভাস্কারের ওপেনিং পার্টনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

চৌহানই প্রথম ক্রিকেটার, যিনি কোনও সেঞ্চুরি না করে টেস্টে ২ হাজারের বেশি রান করেছেন। টেস্টে ১৬টি হাফ-সেঞ্চুরি করা এ ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ২০৮৪ রান, যেখানে তার ব্যাটিং গড় ৩১.৫৭ রান। চৌহানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রান।

গাভাস্কারের সঙ্গে ৫৯টি ইনিংসে ওপেন করেছেন চৌহান। দু’জনে জুটিতে সংগ্রহ করেছেন ৩০২২ রান। যার মধ্যে ১০ বার ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়ের তারা।

খেলা ছাড়ার পর রাজনীতিতে জড়ান চৌহান। অতীতে তিনি লোকসভার সাংসদ ছিলেন। ৭২ বছর বয়সী চৌহান বর্তমানে উত্তরপ্রদেশের একজন মন্ত্রী। এছাড়া দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার প্রশাসক হিসেবেও কাজ করেছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জীবনের দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের দ্বিতীয় যাত্রা

জীবনের দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের দ্বিতীয় যাত্রা

রেড স্টার বেলগ্রেডের ছয় ফুটবলার করোনা পজিটিভ

রেড স্টার বেলগ্রেডের ছয় ফুটবলার করোনা পজিটিভ

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা