ক্রাইস্টচার্চ হামলা : নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৪ জুলাই ২০২০
ক্রাইস্টচার্চ হামলা : নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট

সময়টা ২০১৯ সালের ১৯ মার্চ, দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক কালো দিন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলা করেছিলেন অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। ওই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল।

তৃতীয় টেস্ট শুরুর আগে অনুশীলন শেষ করে ক্রাইস্টচার্চের ওই মসজিদে জুম্মার নামায পড়তে যাচ্ছিল বাংলাদেশ দলের সদস্যরা। তাদের পৌঁছানোর আগেই মসজিদে ঢুকে এলোপাথারি গুলি চালান ২৮ বছর বয়সী ট্যারান্ট। ট্যারান্টের সন্ত্রাসী হামলায় ৫১ জন মারা যান। আহত হন ৪০ জন।

পরবর্তীতে ট্যারান্টকে গ্রেফতার করে নিউজিল্যান্ডের পুলিশ। পুলিশ হেফাজতে হামলার ঘটনা স্বীকার করেন তিনি। এরপর শুরু হয় বিচারকার্য। কিন্তু তার পক্ষে আদালতে মামলার পরিচালনা করতে রাজি হননি কোনো আইনজীবী।
তাই নিজের মামলা নিজেই লড়াই করার কথা জানালেন ট্যারান্ট।

এক বিবৃতিতে বিচারপতি ক্যামেরন মান্ডার বলেন, ‘যেহেতু ট্যারান্ট নিজেই নিজের মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবুও স্ট্যান্ডবাই পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।’

২৪ আগস্ট ট্যারান্টের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত ইডেন গার্ডেন্স

কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত ইডেন গার্ডেন্স

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

মুশফিকের ‘এমআর১৫’ ফাউন্ডেশনের লোগো নির্বাচিত

মুশফিকের ‘এমআর১৫’ ফাউন্ডেশনের লোগো নির্বাচিত