টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৭ মার্চ ২০১৮
টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে এক বল বাকি থাকতে মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা হাকিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন।

রাষ্ট্রপতি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে বার্তায় তিনি আশা প্রকাশ করেন।

গত ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ কোয়টার ফাইনাল খেলেছে। বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন হবে।

এদিকে বাংলাদেশের এমন জয়ে টাইগারদের জন্য এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলােদেশ ক্রিকেপ বোর্ড (বিসিবি)। একই ফাইনালে ভারতকে হারিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে তাদের জন্য আরও পুরস্কার রয়েছে বলে জানানো হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাকিব-নুরুল হাসানকে জরিমানা

সাকিব-নুরুল হাসানকে জরিমানা

স্বপ্ন এভাবেই ভাঙতে হয়!

স্বপ্ন এভাবেই ভাঙতে হয়!

ভবিষ্যতে আরও সতর্ক থাকবো : সাকিব

ভবিষ্যতে আরও সতর্ক থাকবো : সাকিব