ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৫ আগস্ট ২০২১
ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল

ক্যারিয়ারে তিনি অনেক পদকই লাভ করেছেন, তবুও অলিম্পিকে পদক না পাওয়ার একটা আক্ষেপ রয়েই গিয়েছিল ব্রাজিলের আনা মার্সেলো কুইয়ার। অবশেষে সেই আক্ষেপও দূর হলো। টোকিও অলিম্পিকসে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে স্বর্ণ লাভ করেন তিনি।

বুধবার (৪ আগস্ট) ওদাইবা মেরিন পার্কে এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন কুইয়া। কুইয়ার মূল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের শারন ফন রুভেনডাল এক সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে পিছিয়ে রুপা জেতেন। আর অস্ট্রেলিয়ার কারিনা লি জিতেছেন ব্রোঞ্জ পদক। 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যারাথন সাতারের বিভিন্ন ইভেন্টে একাধিকবার ই ব্যক্তিগত সেরার মুকুট পরেছেন ব্রাজিলের এই অ্যাথলেট। কিন্তু স্বপ্নের অলিম্পিকের পদকের দেখা পাচ্ছিলেন না তিনি। গত আসরে ১০ কিলোমিটার ইভেন্টে তিনি হয়েছিলেন দশম।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেল ব্রাজিল

অলিম্পিক ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেল ব্রাজিল

অলিম্পিক ভিলেজে ভূমিকম্পের আঘাত

অলিম্পিক ভিলেজে ভূমিকম্পের আঘাত

আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

২০০ মিটার স্প্রিন্টেও সেরা জ্যমাইকান থম্পসন হেরাহ

২০০ মিটার স্প্রিন্টেও সেরা জ্যমাইকান থম্পসন হেরাহ