হার্ডলসে ম্যাকলাফলিনের বিশ্ব রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৫ আগস্ট ২০২১
হার্ডলসে ম্যাকলাফলিনের বিশ্ব রেকর্ড

টোকিও অলিম্পিকে আবারও রেকর্ড ভাঙল। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিনও। অলিম্পিক ট্রায়ালে গড়া নিজের রেকর্ড এবার তিনি নিজেই ভেঙেছেন। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) নিজের রেকর্ড ভেঙে নতুন করে বিশ্ব রেকর্ড করেন নরওয়ের কারস্টেন ওয়ারহোম।

বুধবার (৪ আগস্ট) ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন ম্যাকলাফলিন। এর আগে অলিম্পিকের ট্রায়ালে তিনি ৫১.৯০ সেকেন্ড সময় নেন। এবার এর চেয়েও কম সময় নিয়ে ডালিলাহ মুহাম্মদকে পিছনে ফেলে স্বর্ণ লাভ করেন।

ম্যাকলাফলিনের কাছে হারা ডালিলাহ ৫১.৫৮ সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জিতেছেন আর ৫২.০৩ সেকেন্ডে সময় নিয়ে ফিমকে বোল পেয়েছেন ব্রোঞ্জ পদক।

স্বর্ণ জিতে দারুণ উচ্ছ্বসিত ম্যাকলাফলিন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, 'আমি এখনো এটা (বিশ্ব রেকর্ড) মাথায় নিতে পারিনি। আমি নিশ্চিত শেষ পর্যন্ত পারব এবং পরে উদযাপন করব। আমি সত্যিই আনন্দিত। কী দারুণ দৌড়।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল

ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল

আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

অলিম্পিক ভিলেজে ভূমিকম্পের আঘাত

অলিম্পিক ভিলেজে ভূমিকম্পের আঘাত

অলিম্পিক হকিতে স্বপ্নভঙ্গ ভারতের

অলিম্পিক হকিতে স্বপ্নভঙ্গ ভারতের