‌‘ধর্ষণ’ মামলায় কারাগারে জহির, নিষিদ্ধ করলো ফেডারেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ এএম, ১০ ডিসেম্বর ২০২১
‌‘ধর্ষণ’ মামলায় কারাগারে জহির, নিষিদ্ধ করলো ফেডারেশন

টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলেট জহির রায়হান নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন। এবার তাকে নিষিদ্ধ করলো বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জহির রায়হানের নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ এবং তার বিরুদ্ধে পূর্বের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প থেকে বহিষ্কারসহ অনির্দিষ্টকালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

নারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাথলেট জহির রায়হান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিনা অনুমতিতে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে অনুপস্থিত থাকার অভিযোগও আনা হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালে এক নারী অ্যাথলেট জহিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে করা অভিযোগে বলা হয়, ‌‘২০১৭ সালে সাভার বিকেএসপিতে বাংলাদেশ অ্যাথলেটিকস দলের প্রশিক্ষণ চলাকালে জহিরের সঙ্গে তার পরিচয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ৩ মে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জহির তাকে ধর্ষণ করেন।’

সেই মামলায় বুধবার গাজীপুরের নারী ও শিশুবিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে জহির আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান

অলিম্পিকে সুযোগ পাওয়া জহির রায়হানকে শেরপুরে সংবর্ধনা

অলিম্পিকে সুযোগ পাওয়া জহির রায়হানকে শেরপুরে সংবর্ধনা

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির