কোচকে রেখেই থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১২ মার্চ ২০২২
কোচকে রেখেই থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ -এ অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল। ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট খেলতে রোববার দুপুরে থাইএয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দলের ১৬ জন। অনিবার্য কারণবশতঃ দলের সাথে যেতে পারছেন কোচ মার্টিন ফ্রেডারিক।

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ আরচারি ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, অনিবার্য কারণবশতঃ দলের সাথে যেতে না পারলেও পরদিন সোমবার (১৪ মার্চ) কাতার এয়ারওয়েজে ফুকেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন কোচ মার্টিন ফ্রেডারিক।

এশিয়ার ১২টি দেশ থেকে রিকার্ভ পুরুষ ইভেন্টে ৩৫ জন, রিকার্ভ নারী ইভেন্টে ২৪ জন, কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ৩৩ জন ও কম্পাউন্ড নারী ইভেন্টে ২৩ জন আরচার টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যা ১৪ থেকে ১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হবে।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আরচার হিসেবে যাচ্ছেন ১৩ জন। বাকি চারজন কোচিং স্টাফের সদস্য। তারা হলেন- মোহাম্মদ আনিসুর রহমান (টিম ম্যানেজার), মার্টিন ফ্রেডারিক (প্রধান প্রশিক্ষক), মোহাম্মদ জিয়াউল হক (প্রশিক্ষক) এবং মোহাম্মদ হাসান (প্রশিক্ষক)।

আরচারি ১৩ জনের মধ্যে পুরুষ হলেন আটজন। তাদের মধ্যে রিকার্ভ পুরুষে চারজন এবং কম্পাউন্ড পুরুষে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। এছাড়া নারী সদস্য রয়েছেন পাঁচজন। রিকার্ভ নারী দলে তিনজন এবং কম্পাউন্ডে রয়েছেন দুইজন।

থাইল্যান্ড সফরে বাংলাদেশ আরচারি দল
রিকার্ভ পুরুষ: মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা, মো. সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।

কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো. সোহেল রানা, হিমু বাছাড়।
কম্পাউন্ড মহিলা: রোকসানা আক্তার ও শ্যামলী রায়।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়