বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ময়মনসিংহ বিভাগের চাম্পিয়ন শেরপুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ময়মনসিংহ বিভাগের চাম্পিয়ন শেরপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৮ ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহীদ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরপুর ২-০ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত করে।

শেরপুরের কিশোর ফুটবলারদের নান্দনিক পাসিং, ড্রিবলিং এবং চমৎকার আক্রমণাত্মক ফুটবল শৈলী প্রদর্শন দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। শেরপুরের পক্ষে খেলার দ্বিতীয়ার্ধের ১৩ ও ৫৩ মিনিটে দুটি গোল করেন আক্রমণভাগের ১৩নং জার্সিধারি খেলোয়াড় জুয়েল রানা।

শেরপুর জেলা দলের মিডফিল্ডার জিহাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনালের গোলদাতা জুয়েল রানা সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন।
Sherpur
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া। এ সময় ময়মনসিংহ জেলা চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা ফুটবল দল নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপের দুই ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপের দুই ফাইনাল অনুষ্ঠিত

দেশের যুব সংগঠনকে সোয়া কোটি টাকা দিচ্ছে সরকার

দেশের যুব সংগঠনকে সোয়া কোটি টাকা দিচ্ছে সরকার

ক্রীড়ার মাধ্যমে দেশকে তুলে ধরতে হবে

ক্রীড়ার মাধ্যমে দেশকে তুলে ধরতে হবে