আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে ভারত যাচ্ছে উশু দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে ভারত যাচ্ছে উশু দল

আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমসে অংশ নেতে ভারত যাচ্ছে ১৫ খেলোয়াড়সহ ১৮ সদস্যের উশু দল। আগামী ১১-১৩ জানুয়ারি ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ১২টি দেশ অংশ নেবে।

আসরের ১৫টি ইভেন্টে খেলবেন লাল সবুজের উশুকারা। মূলতঃ সান্দা ও থাউলু দু’টি ডিসিপ্লিনেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আগামী ৮ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ভারত দল।

দলের সদস্যরা হলেন- পুরুষ বিভাগে সেনাবাহিনীর মিলন আহমেদ, রাসেল হোসেন ও রাকিব খন্দকার, বিজিবি’র সেলিম আহমেদ ও নাজমুল হোসেন, আনসারের ওমর ফারুক, লিটন আলী ও নুরুল আফসার, বিকেএসপি’র আমির হোসেন এবং মহিলা বিভাগে সেনাবাহিনীর ইতি ইসলাম ও ফাহমিদা তাবাসসুম, আনসারের সাকি আক্তার, রিতা বিশ্বাস পুজা, ইবা ইয়াসমিন দিশা ও শিলা আক্তার।

দলের সঙ্গে ম্যানেজার হিসেবে ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, দলনেতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও কোচ হিসেবে যাচ্ছেন আনোয়ারুল রাসেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

নকলা ক্রিকেটার্স টুর্নামেন্টের ফাইনালে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন

নকলা ক্রিকেটার্স টুর্নামেন্টের ফাইনালে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি

না থেকেও আলোচনায় মাশরাফি, নির্বাচনেও জয় চান ভক্তরা

না থেকেও আলোচনায় মাশরাফি, নির্বাচনেও জয় চান ভক্তরা

এবার মিশরে মাবিয়ার ৩ রৌপ্য জয়

এবার মিশরে মাবিয়ার ৩ রৌপ্য জয়