ভারতে নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৯
ভারতে নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকে টপকে যাচ্ছে ভারতের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম। গুজরাটের আহমেদাবাদের মোতেরায় বানানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।

সরদার প্যাটেল গুজরাট স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হলেই এমসিজিকে পেছনে ফেলে দেবে এ স্টেডিয়াম। কারণ, সরদার প্যাটেল স্টেডিয়ামের ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার। মেলবোর্ন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা এক লাখ ২৪জন। এর মাঝে ৯৫ হাজার দর্শক আসনে বসতে পারেন। বাকিদের দাঁড়িয়ে থাকতে হয়।

তবে মেলবোর্নের রাজত্ব অন্তত আরও কিছুদিন দেখা যাবে। গুজরাটের এই স্টেডিয়াম যে খেলা আয়োজনের জন্য প্রস্তুত হবে দুই বছর পর। তারপরই হয়তো এক ম্যাচে লক্ষাধিক দর্শক দেখার সুযোগ হবে ক্রিকেটের। কারণ মেলবোর্ন স্টেডিয়ামের পূর্ণ ধারণ ক্ষমতা এখনো ব্যবহৃত হয়নি। ২০১৫ বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক, আর ধারণ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে হাজি হয়েছিলেন ৯৯ হাজার ৩৮২ জন। এ স্টেডিয়ামের পার্কিংয়ে ৩ হাজার গাড়ি ও ১০ হাজার মোটরসাইকেল রাখার ব্যবস্থা থাকবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

একাধিক পদে বিকেএসপিতে চাকরির সুযোগ

একাধিক পদে বিকেএসপিতে চাকরির সুযোগ

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের শাটলাররা

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের শাটলাররা

বাল্যকালীন কোচকে টেন্ডুলকারের শ্রদ্ধা

বাল্যকালীন কোচকে টেন্ডুলকারের শ্রদ্ধা