করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ মার্চ ২০২০
করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সারা বিশ্ব। ক্রমশেই বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা। শত চেষ্টা করেও দমানো যাচ্ছে না করোনাভাইরাসকে। তবুও যারা করোনাভাইরাসকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে সবাইকে স্যালুট জানান।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন।

আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বন্ধ হলো রোমান সানাদের অনুশীলন ক্যাম্প

বন্ধ হলো রোমান সানাদের অনুশীলন ক্যাম্প

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন

করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার