করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৪ মার্চ ২০২০
করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন

ফাইল ছবি

সারাবিশ্বেই করোনার প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এশিয়ার অন্যান্য দেশের মত ভারতেও ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে নিজের টুইটারের নাম পরিবর্তন করলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। টুইটারে নিজের নাম বদলে দিয়েছেন, 'লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া'। যার বাংলা করলে দাঁড়ায় ভারতবাসী চলো ঘরেই থাকি।

করোনারভাইরাসের প্রভাব ঠেকাতে প্রায় ৮০ টি শহর লকডাউন করে রেখেছে ভারত সরকার। ১৪ ঘন্টা ঘরের ভিতরে থাকার কারফিউও জারি করা হয়েছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অশ্বিন।

এর আগে অশ্বিন একটি টুইট করেন, 'সঠিক এবং সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভীতিকর তথ্য মিলিয়ে যা মনে হচ্ছে, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুই সপ্তাহ ভারতের প্রত্যেকটি অঞ্চল নির্জন রাখা উচিত। অন্যথায় বিপর্যয় নেমে আসতে পারে।'

এরপর অশ্বিন আরও একটি টুইট করেন, 'মনে রাখতে হবে আমরা খুবই ঘন বসতিপূর্ণ দেশ। তারপরও আমাদের দেশের অনেক মানুষের কাছে ঠিক মতো তথ্য পৌঁছায় না।' তার আগে জনতা কারফিউয়ের প্রশংসা করে অশ্বিন খেলেন, 'অবিশ্বাস্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পিতপতন নিরবতা। আশা করছি সামনেও এটা এমনই থাকবে। এছাড়া সামনের দিনগুলোতে লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।'

অশ্বিনের পরামর্শ বাংলাদেশের জন্যও প্রযোজ্য। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমগম এগিয়ে চলা ও প্রয়োজনীয় সচেতনতা দরকার।


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক নিয়ে অনড় অবস্থান ভাঙলো জাপান

অলিম্পিক নিয়ে অনড় অবস্থান ভাঙলো জাপান

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার

আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

করোনার মাঝেই ঢাক ঢোল পিটিয়ে ইংলিশ পেসারের বিয়ে

করোনার মাঝেই ঢাক ঢোল পিটিয়ে ইংলিশ পেসারের বিয়ে