দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ১৩ এপ্রিল ২০২০
দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

ফাইল ছবি

করোনাভাইরাসের সময়টাতে হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ডাক্তাররা, মানুষের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পুলিশ তথা নিরাপত্তাবাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা না ভেবেই কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তাদের এই আত্মত্যাগ হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজার।

করোনাযুদ্ধে পুলিশ আর চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করেছেন মাশরাফি বিন মুর্তজা। রোববার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক বার্তায় তাদের প্রশংসা করেন মাশরাফি বিন মর্তুজা। সেই সাথে সবাইকে ঘরে থাকার পরামর্শও দিয়েছেন আরেকবার।

ফেসবুকে মাশরাফি লিখেন, ‘করোনা ভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের।’

‘তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষা রাখতে। সারাটা দিন আমাদের পিছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয়না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়। ’

‘কোনরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’

‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।’

‘মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন

মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা