বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৭ মে ২০২০
বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়া ভারতের মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে ‘কোয়ারেন্টিন সেন্টার’।

বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) এ সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতোমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দিয়েছে বিএমসি।

বিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘কোয়ারেন্টিন সেন্টার’ করার জন্য যেসব নির্দেশ দেওয়া হয়েছে, তা অমান্য করলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় অ্যাকশন নেওয়া হবে।

এ ‘কোয়ারেন্টিন সেন্টার’-এ করোনাভাইরাসে পজিটিভ রোগীদের পাশাপাশি জরুরি স্টাফদের ‘এ’ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে।

ভারতে এখন পর্যন্ত (১৬ মে) ৯০ হাজার ৬৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৮৭১ জন মারা গেছেন এবং চিকিৎসা গ্রহণের পর ভালো হয়েছেন ৩৪ হাজার ২২৪ জন। এছাড়া দেশটিতে এখনো প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং

ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য