ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ১৮ মে ২০২০
ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স

করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো মার্চ থেকে লকডাউন চলছে পুরো ভারতে। সময় যত গড়িয়েছে দফায় দফায় ততই বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। চতুর্থবারের মতো আবারও লকডাউনের সময়সীমা বাড়িয়েছে ভারত সরকার।

চতুর্থবারের মতো লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেও স্বস্তির সুবাতাস মিলেছে ভারতের ক্রীড়াঙ্গনে। লকডাউন চললেও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরুর অনুমতি দিয়েছে ভারত সরকার। আর তাতে নতুন করে সম্ভাবনা জেগেছে আইপিএল শুরুর। এদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।

নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত। অবশ্য এই মেয়াদে কী করা যাবে আর কী করা যাবে না- তার একটি তালিকা করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে দর্শক থাকতে পারবে না।’ এছাড়া কোনও ধরনের ভিড়ও করতে দেওয়া যাবে না।

স্টেডিয়াম খুলে দেওয়ার ঘোষণা দিলেও অভ্যন্তরীণ বিমান চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। ফলে এখনই ক্রিকেট শুরু করা যাচ্ছে না। আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

এই বছরেই আইপিএল আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল ক্রিকইনফোকে বলেছেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। ক্রিকেট সূচিতে আগে একটি উইন্ডো বের করতে হবে। এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিয়ষটিও থাকতে হবে। যাতে করে বিদেশি ক্রিকেটাররা খেলতে পারেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’