শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৭ মে ২০২০
শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ব্যাট উৎপাদনকারী স্পোর্টস ইন্টারন্যাশনাল কোম্পানি স্পার্টান। আর তাতেই তাদের সাথে ২ মিলিয়ন ডলার বকেয়ার মামলা নিষ্পত্তি করলেন শচীন।

টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করলেও তাকে রয়্যালটির অর্থ দিচ্ছিল না অস্ট্রেলিয়ান ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পার্টান। এ ব্যাপারে স্পার্টান প্রতিষ্ঠানকে কয়েকবারই লিখিতভাবে সতর্ক করেন টেন্ডুলকার। কিন্তু তাতেও কোন সাড়া দেয়নি স্পার্টান প্রতিষ্ঠান।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে স্পার্টান প্রতিষ্ঠানেটি রয়্যালটির অর্থ দিচ্ছিলেন না টেন্ডুলকারকে। পরে বাধ্য হয়ে গত বছর স্পার্টানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন টেন্ডুলকার। মামলায় টেন্ডুলকারের আইনজীবি জানান, স্পার্টান প্রতিষ্ঠান ব্যাট প্রস্তুতকারক রয়্যালিটি হিসাবে ২ মিলিয়ন ডলার দিতে ব্যর্থ হয়েছে।

২০১৬ সালে দশ বছরের জন্য টেন্ডুলকারের সাথে চুক্তি করেছিল স্পার্টান প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো ব্যবহার করতে পারবে স্পার্টান। এজন্য টেন্ডুলকারকে বছরে ১ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিলো তাদের। চুক্তির নামও ছিল ‘শচীন বাই স্পার্টান’। স্পার্টান প্রতিষ্ঠানের হয়ে টেন্ডুলকার মুম্বাই ও লন্ডনে প্রচারও করেছেন।

মামলার নিষ্পত্তির প্রতিষ্ঠানটির ডিরেক্টর লেস গালব্রিত বিবৃতিতে বলেন, ‘স্পার্টান তার স্পনসরশিপ চুক্তিকে সম্মান করতে ব্যর্থ হয়েছে। এজন্য টেন্ডুলকারের কাছে আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

তামিমের লাইভ আড্ডায় এবার বিরাট কোহলি

তামিমের লাইভ আড্ডায় এবার বিরাট কোহলি

গাজী গ্রুপ ক্রিকেটার্সের লাইভ আড্ডা : ক্রিকাড্ডা উইথ অনন্ত

গাজী গ্রুপ ক্রিকেটার্সের লাইভ আড্ডা : ক্রিকাড্ডা উইথ অনন্ত

অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব

অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব