যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব : ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ এএম, ৩০ জুলাই ২০২০
যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব : ফেদেরার

রজার ফেদেরার, টেনিস জগতে এক রাজার নাম। ২০টি গ্র্যান্ড স্ল্যাম যার দখলে। পেলে, ম্যারাডোনা, মোহম্মদ আলী, টাইগার উড‌স, মাইকেল জর্ডান, ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলোরদের সঙ্গে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে তার নাম উচ্চারিত হয়। সেই রজার ফেদেরারের মনে এবার ঝেঁকে বসেছে অবসর ভাবনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন এ বিশ্ববন্দিত নায়ক। তার ভাষায়, ‘আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছি। যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব।’

ডান হাঁটু সমস্যা নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে একবার অপারেশন টেবলে যাওয়ার পরে সম্প্রতি আবারও হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। তবে আগস্টে ৩৯ বছরে পা দেওয়ার অপেক্ষায় থাকা ফেদেরার আর একটি অলিম্পিক সোনা জিততে চান।

সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘এটা তো বোঝাই যাচ্ছে যে, আমি খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে পৌঁছেই গিয়েছি। ২০০৯ সালে যখন ফরাসি ওপেন জিতেছিলাম, তারপর থেকেই সংবাদমাধ্যমে আমার অবসর নিয়ে চর্চা চলছে। দু’বছর পরে কী হবে, আমি জানি না। বলতেও পারব না। সেই কারণেই আমি বছর ধরে ধরে পরিকল্পনা করি।’

তিনি বলেন, ‘আমি এখনও খুশিই আছি। তবে যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব। যখন আরও বয়স বেড়ে যাবে, আমি নিশ্চয়ই টেনিস খেলব। কিন্তু আর ট্রেনিং করব না। খুবই আকর্ষণীয় ব্যাপার হতে পারে। সবসময় জিনিসটাকে নিয়ে পড়ে না থেকে শুধু মাঝে-মধ্যে খেলো সতীর্থদের সঙ্গে।’

হাঁটুর চোট নিয়ে ফেদেরার বলেন, ‘এখন ২০ সপ্তাহ শুশ্রুষা চলবে। অনেকটা সময়। তবে আমি সব কিছুর জন্যই প্রস্তুত। আশা করি, চোট সারিয়ে আবার কোর্টে ফেরার পরও টেনিস খেলে যেতে পারব। টোকিও অলিম্পিক কেমন হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছি। আশা করি, ২০২১ সালে টোকিওতে অলিম্পিক আয়োজন করা যাবে। আমার ছেলে-মেয়েরাও অলিম্পিক দেখতে যেতে পারলে খুশি হবে। আমার এক মেয়ে তো জাপানি ভাষাও শিখতে চায়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২১ সাল পর্যন্ত মাঠের বাইরে ফেদারার

২০২১ সাল পর্যন্ত মাঠের বাইরে ফেদারার

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

স্ত্রীসহ করোনামুক্ত জকোভিচ

স্ত্রীসহ করোনামুক্ত জকোভিচ

চীনে সবধরনের ডব্লিউটিএ ও এটিপি টুর্নামেন্ট বাতিল

চীনে সবধরনের ডব্লিউটিএ ও এটিপি টুর্নামেন্ট বাতিল