প্রচন্ড ঠান্ডা, ফ্রেঞ্চ ওপেনের সূচি নিয়ে নাদালের ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৯ অক্টোবর ২০২০
প্রচন্ড ঠান্ডা, ফ্রেঞ্চ ওপেনের সূচি নিয়ে নাদালের ক্ষোভ

ফাইল ফটো

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। তবে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে তাকে গভীর রাত পর্যন্ত খেলতে হয়েছে। খেলা শেষে ফ্রেঞ্চ ওপেনের সূচি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নাদাল।

নাদালের শেষ আটের ম্যাচের দিন একই কোর্টে আরও চারটি ম্যাচ ছিল। ম্যাচগুলো শেষ হতে সময় লেগে যায়। যার ফলে নাদালের ম্যাচ শেষ হতে রাত দেড়টা বেজে যায়।

ম্যাচ শেষে টুর্নামেন্টের সূচি নিয়ে ক্ষোভ ঝাড়েন নাদাল। বলেন, ‘জানি না কেন, এক দিনে একই কোর্টে পাঁচটা ম্যাচ রাখা হলো। এ রকম হলে ঝুঁকি থেকে যায়। কয়েকটা ম্যাচ দীর্ঘ হতেই পারে। সেটাই হয়েছে। আমার ম্যাচ শুরু হতেও দেরি হলো।’

তিনি বলেন, ‘এ কন্ডিশনে সমস্যা হলো এখানকার আবহাওয়া, প্রচন্ড ঠান্ডা। এখানকার ফুটবলাররাও এ রকম ঠান্ডায় খেলে থাকে। কিন্তু তারা সবসময় মাঠে দৌঁড়ায়। আমাদের থামতে হয়, ফের কোর্টে আসতে হয়। তখনই আসল সমস্যার মুুখোমুখি হতে হয়। শরীরের জন্য এ পরিবেশে খেলা বিপজ্জনক।’

ফরাসি ওপেনে ক্লে-কোর্টের রাজা নাদাল শেষ আটে ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন অবাছাই ইতালির ইয়ানিক সিনারকে। এখন সেমিতে নাদাল মুখোমুখি হবেন ১২তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা