ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৫ জুন ২০২১
ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা

ফিক্সিংয়ের অভিযোগে আটক হয়েছেন রাশিয়ান নারী টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা। বার্তা সংস্থা এফপি জানিয়েছে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচের পর থাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে ডাবলসে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে।

ফ্রেঞ্চ পুলিশ দাবি করেছে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনের ডাবলসে প্রথম রাউন্ডে রোমানিয়ার আন্দ্রেয়া মিতু ও পাত্রিসিয়া মারিয়া জুটির কাছে হেরে যান। এ ম্যাচের রোমানিয়ার জুটির পক্ষে কয়েক লক্ষ ইউরো বাজি ধরেছিল কয়েকটি বেটিং কোম্পানি। এ জন্যই ইচ্ছাকৃত ভাবে হেরে যান সিজিকোভা জুটি।

এবারের ফ্রেঞ্চ ওপেনের ডাবলসে সিজিকোভা জুটি ৬-১,৬-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আইলা টমলিয়ানোভিক এবং স্টর্ম স্যান্ডার্সের কাছে হারেন। এ ম্যাচের পরই তাকে আটক করে ফ্রান্সের পুলিশ।

আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

গত বছরের অক্টোবরে সিজিকোভার বিপক্ষে তদন্ত শুরু করে ফ্রেঞ্চ পুলিশ। এতেই ফিক্সিংয়ের কথা উঠে আসে।

২৬ বছর বয়সী সিজিকোভা ২০১২ সালে পেশাদার টেনিসে পা রাখেন। বর্তমানে এটিপি র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৭৬৫। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং ছিল ৩৩৬।

টেনিসের একক খেলায় সাফল্য না পাওয়ায় ডাবলসে খেলা শুরু করেন। ডাবলসের এখন পর্যন্ত সিজিকোভার সর্বোচ্চ অর্জন উইম্বলডনের কোয়াটার ফাইনাল খেলা। এছাড়াও ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনেও অংশ নিয়েছিলেন তারা। তবে প্রত্যেকবারই ১ম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদেরকে।

এটিপি র‍্যাঙ্কিংয়ের ডাবলসে বর্তমান র‍্যাঙ্কিং ১০১। ডাবলসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৮৯। ডাবলসে কোনো গ্রান্ড গ্ল্যাম শিরোপার ঘরে তুলতে পারেননি সিজিকোভা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলে কোপা আমেরিকা, খুশি নন ফুটবলাররা

ব্রাজিলে কোপা আমেরিকা, খুশি নন ফুটবলাররা

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার

সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডি ভিলিয়ার্স : গাভাস্কার

সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডি ভিলিয়ার্স : গাভাস্কার

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার