সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ২৯ জুন ২০২১
সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। চারটি স্বর্ণপদক রয়েছে অলিম্পিকে। টেনিসের এই তারকা খেলোয়াড় এবার অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন। এক সাংবাদিক সম্মেলন করে তিনি সাফ জানিয়ে দেন, অলিম্পিকে তাকে দেখা যাবে না। মূল কারণ স্পষ্ট করে না বললেও তিনি জানান অংশ না নেয়ার পিছনে রয়েছে একাধিক কারণ।

অলিম্পিকে টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য এই সেরেনার। তিনি সিঙ্গেলসে একটি সোনা এবং দ্বৈততে তিনটি সোনা অর্জন করেন। অলিম্পিকে অংশ না নিলেও ২৯ জুলাই তিনি বেলারুশের আলেকজান্দ্রা সাসনোভিচের বিরুদ্ধে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে অংশ নিবেন।

নিজের অলিম্পিকে অংশ না নেয়ার ব্যাপারে প্রাক-উইম্বলডন সাংবাদিক সম্মেলনে ৩৯ বছর বয়সি আমেরিকার এই টেনিস তারকা বলেন, 'আমি অলিম্পিকে দলে নেই। আমাকে যে রাখা হবে না সেটিও জানানো হয়নি। আমি মনে করি আমার অলিম্পিক দলে থাকা উচিত নয়।'

ঠিক কি কারণে সরে দাঁড়ালেন তা না বললেও এ ব্যাপারে তিনি বলেন, 'অনেক কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত সেগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। পরে কোন একদিন বলব। টোকিও যাওয়ার সেই আমেজ আর নেই। এর আগে অলিম্পিকে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে।'

সেরেনা উইলিয়ামস কারণ খোলাসা না করলেও মনে করা হচ্ছে জাপানে করোনা ভাইরাসের প্রকোপ এবং আমেরিকার লাল তালিকাভুক্ত দেশের মধ্যে জাপানকে রাখায় সব মিলিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা

উইম্বলডন থেকে ছিটকে গেলেন নারী চ্যাম্পিয়ন

উইম্বলডন থেকে ছিটকে গেলেন নারী চ্যাম্পিয়ন

সবকিছুই সম্ভব: জকোভিচ

সবকিছুই সম্ভব: জকোভিচ

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা