ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ৩১ আগস্ট ২০২২
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

২০২১ ইউএস ওপেন শিরোপা জিতে বেশ হইচই ফেলে দিয়েছিলেন বৃটিশ টেনিস তারকা এমা রাডুকানু। এরপর থেকেই এক রকম হারিয়ে গেছেন এই টেনিস তারকা। এবার ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বেজেছে তার বিদায় ঘণ্টা।

বুধবার (৩১ আগস্ট) টুর্নামেন্টের প্রথম রাউন্ডে অ্যালিজ করনেটের মুখোমুখি হন রাডুকানু। ফরাসি এই নারী টেনিস খেলোয়াড়ের বিপক্ষে মোটেও প্রতিরোধ গড়তে পারেননি রাডুকারনু।

ফরাসি এই খেলোয়াড়ের কাছে রাডুকানু হেরেছেন ৬-৩, ৬-৩ সেটে। অথচ এই রাডুকানুই সর্বশেষ আসরে শিরোপা জিতেছিলেন কোনো সেট না হেরে। রাডুকানুর আগে ২০১৭ সালে অ্যাঞ্জেলিক কারবার শিরোপা জেতার পরের মৌসুমে বাদ পড়েছিলেন ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে।

২০২১ ইউএস ওপেন শিরোপা জিতে নজর কাড়া রাডুকানু হারিয়েছেন তার সেই ছন্দ। শিরোপা জয়ের পর থেকেই খেই হারিয়ে ফেলা এই তারকা কোনো টুর্নামেন্টেই পারছেন না প্রত্যাশা পূরণ করতে। যার বিরুপ প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে, শীর্ষ ১০-এ উঠে আসা রাডুকানুর এখনকার অবস্থান শীর্ষের ৭০ এর বাইরে।

র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে পড়া রাডুকানুকে পরের গ্র্যান্ডস্ল্যামগুলোতে অংশ নিতে খেলতে হবে বাছাইপর্ব। সেই বাঁধা পেরিয়েই তবে খেলতে হবে টুর্নামেন্টগুলো।

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে রাডুকানু বলেন, “আমার র‍্যাঙ্কিং কি অবস্থায় আছে জানি না। তবে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

জোকোভিচকে খেলানোর অনুমতি দিতে বাইডেনকে সার্বিয়ানদের চিঠি

জোকোভিচকে খেলানোর অনুমতি দিতে বাইডেনকে সার্বিয়ানদের চিঠি

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লাল মাটির রাজা নাদাল

লাল মাটির রাজা নাদাল