ইউএস ওপেনেও পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
ইউএস ওপেনেও পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনীয় তারকা মার্তা কস্টইয়ুক ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ম্যাচে আজারেঙ্কার কাছে সরাসরি সেটে হেরে মাঠ ছাড়েন কস্টইয়ুক। ম্যাচ হারের পর আজারেঙ্কার সাথে হাত মেলাননি ইউক্রেনীয় তারকা। মূলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবের কারণেই হাত মেলাননি এই ইউক্রেনীয় টেনিস তারকা।

দীর্ঘদিন দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। এখানে রাশিয়াকে সরাসরি সমর্থন করে চলছে বেলারুশ। এই কারণে ক্রীড়াক্ষেত্রে অনেক জায়গাতেই নিষিদ্ধ হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে টেনিসের বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনে খেলতে পারছেন এই দু’দেশের টেনিস খেলোয়াড়রা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ওপেনের নারী এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হন মার্তা কস্টইয়ুক ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। এই ম্যাচে সরাসরি সেটে আজারেঙ্কার কাছে ম্যাচ হারেন কস্টইয়ুক। ম্যাচ শেষে দুই খেলোয়াড়ের মধ্যে হাত মিলানো কিংবা শুভকামনা জানানো একটি প্রচলিত রীতি। তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে এই রীতি মানতে নারাজ ছিলেন কস্টইয়ুক।

এমনকি বিষয়টি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে আগেই জানিয়ে রেখেছিলেন এই ইউক্রেনীয়। কস্টইয়ুকের মতে, এই যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সব ধরনের খেলাধুলা থেকে নিষিদ্ধ করা উচিত। এর আগে বিশ্ব টেনিসের নিয়ন্ত্রক সংস্থার কাছে এই ধরনের আহবান জানিয়েছিলেন কস্টইয়ুক।

কেন আজারেঙ্কার সাথে হাত মেলাননি তার ব্যাখ্যা দিয়েছেন কস্টইয়ুক। বলেন, “এটা আমার সিদ্ধান্ত। তাদের সরকার যুদ্ধকে সমর্থন দিচ্ছে, সে এর কোনো প্রতিবাদ করেনি। আমি এমন মানুষের সাথে হাত মেলাতে পারি না। আমাকে ভুল বুঝবেন না। সে দারুণ প্রতিদ্বন্দ্বী।”

কস্টইয়ক কেন এমন করেছেন তা বুঝতে পারছেন না আজারেঙ্কা। বলেন, “আমি কিছুই বুঝতে পারছে। আমি জানি না, কেন সে এই ধরনের পথ বেছে নিয়েছে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

জোকোভিচকে খেলানোর অনুমতি দিতে বাইডেনকে সার্বিয়ানদের চিঠি

জোকোভিচকে খেলানোর অনুমতি দিতে বাইডেনকে সার্বিয়ানদের চিঠি

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার