আইটিএফ টেনিসের সেমি-ফাইনালে বাংলাদেশের জারিফ

মো. ফয়সাল আলম মো. ফয়সাল আলম প্রকাশিত: ১১:০১ পিএম, ০৮ অক্টোবর ২০২৫
আইটিএফ টেনিসের সেমি-ফাইনালে বাংলাদেশের জারিফ

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশের জারিফ আবরার। কোয়ার্টার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সেমি-ফাইনালে উঠেন জারিফ।

বুধবার (৮ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের বালক এককের ৪টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই নম্বর কোর্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশের জারিফ ২-১ (৬-৪, ৩-৬ ও ৬-১) সেটে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করেন।

এছাড়া একই কোর্টে অপর কোয়ার্টার ফাইনালে ভারতের নিভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে বাংলাদেশের সায়েমকে, তিন নম্বর কোর্টে টপ সিট থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে ভারতের গৌতমকে এবং চার নম্বর কোর্টে হংকং-এর শিব মোহন সরাসরি ২-০ (৬-৩, ৬-০) সেটে টপ সিট থাইল্যান্ডের এরিয়াফুল লিকুলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন।

এছাড়া একই দিন বালিকাদের একক কোয়ার্টার ফাইনালেও ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এক নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০ (৬-২, ৬-৩) সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, দুই নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০ (৬-২, ৬-২) সেটে ভারতের সাংভি রেড্ডিকে, তিন নম্বর কোর্টে টপসিট মালদ্বীপের টু অরা আসাল আজিম সরাসরি ২-০ (৬-২, ৬-২ ) সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং চার নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে ভারতের তামান্না নায়ারকে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেছেন।



শেয়ার করুন :