তৃতীয় রাউন্ডে সেরেনা-বার্তি, ভেনাসের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯
তৃতীয় রাউন্ডে সেরেনা-বার্তি, ভেনাসের বিদায়

ইউএস ওপেন টেনিসের মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্তি ও অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তবে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস।

চতুর্থ রাউন্ডে নিজের প্রথম সেটেই অবাছাই যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের বিপক্ষে জয় পান বার্তি। ৬-২ গেমে সেটটি জিতেন তিনি। তবে পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলে টাইব্রেকারে গড়ায় সেটটি।

ট্রাইবেকারে জয় পান বার্তি। ৭-৬ (৭/২) গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচের ইতি টানেন বার্তি। ২ ঘণ্টা ৩ মিনিট স্থায়ী ছিল ম্যাচটি।

ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে বার্তি বলেন, ‘পরের রাউন্ডে যেতে পেরে ভালো লাগছে। তারপরও এ ম্যাচে কিছু ভুল ছিল আমার। যা পরের রাউন্ডের আগে শুধরে নিতে হবে।’

বার্তি দুই সেটেই জিতলেও জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে সেরেনাকে। তারই স্বদেশি অবাছাই কাটি ম্যাকনালির কাছে প্রথম সেটেই হার মানেন সেরেনা। ৭-৫ গেমে সেটটি জিতেন ম্যাকনালি। তবে এখানেই শেষ হয় ম্যাকনালির চমক। পরের দুই সেট জিতে ম্যাচের ইতি টানেন সেরেনা। ৬-৩ ও ৬-১ গেমে শেষ দুই সেট জিতেন সেরেনা।

১ ঘণ্টা ৫২ মিনিট সময় ব্যয় করে ম্যাচ জয় করা সেরেনা বলেন, ‘প্রথম সেটে ভালো খেলে ম্যাকনালি। গুছিয়ে নিতে আমার সময় লেগেছে। তবে, নিজের পারফরমেন্সে আমি খুশি। তারপরও আরও উন্নতি করতে হবে।’

পঞ্চম বাছাই ইউক্রেনের ইলিনা সভেৎলিনার কাছে হার মানেন ভেনাস। ১ ঘণ্টা ৫২ মিনিট সময় ব্যয় করে ৬-৪ ও ৬-৪ গেমে ম্যাচটি জিতেন সভেৎলিনা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপাই লক্ষ্য হ্যালেপের

শিরোপাই লক্ষ্য হ্যালেপের

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

সেরেনা লক্ষ্য রেকর্ড, শিরোপায় চোখ হালেপ-ওসাকার

সেরেনা লক্ষ্য রেকর্ড, শিরোপায় চোখ হালেপ-ওসাকার

শীর্ষ বাছাই বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা

শীর্ষ বাছাই বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা