অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি ৭১ মিলিয়ন ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি ৭১ মিলিয়ন ডলার

জানুয়ারিতে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ১৩.৬ শতাংশ বাড়িয়ে প্রাইজমানি হিসেবে দেওয়া সর্বমোট ৭১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। আয়োজক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুরুষ ও নারী বিভাগের বিজয়ীরা প্রত্যেকেই ৪.১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বাড়ি নিয়ে যাবেন। গত বছরের তুলনায় এ অর্থের পরিমাণ সামান্যই বাড়ানো হয়েছে। তবে আগের রাউন্ডগুলোতে যারা পরাজিত হবেন তাদের প্রাইজমানি সে তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়রা পাবেন ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ ২১.৯ শতাংশ বাড়িয়ে ১ লাখ ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।

টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলে বলেছেন, প্রত্যেক রাউন্ডের খেলোয়াড়দের জন্য ডাবল ডিজিট হারে প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে। প্রতি বছরই আমাদের লক্ষ্য থাকে রাউন্ড-বাই-রাউন্ড প্রাইজমানি বৃদ্ধি করা। সিঙ্গেলস ও ডাবলসে প্রথম দিকে যারা ছিটকে পড়ে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যেই আমরা এ অর্থ বৃদ্ধি করার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সব পর্যায়ে প্রাইজমানি বৃদ্ধি করার এই প্রয়াস আমরা অব্যাহত রাখতে পারব।

গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি ৬১.৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা অন্যান্য গ্র্যান্ড স্ল্যামের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আগামী ২০ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হবে এ অস্ট্রেলিয়ান ওপেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরছেন সানিয়া মির্জা

মাঠে ফিরছেন সানিয়া মির্জা

ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে টেনিস সম্পাদক বহিষ্কার

ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে টেনিস সম্পাদক বহিষ্কার

নোভাক জোকোভিচের হাতে প্যারিসে পঞ্চম মুকুট

নোভাক জোকোভিচের হাতে প্যারিসে পঞ্চম মুকুট

শীর্ষে ফেরাটা হবে বিশেষ কিছু : নাদাল

শীর্ষে ফেরাটা হবে বিশেষ কিছু : নাদাল