অঘটনের জন্ম দিয়ে ফাইনালে কেনিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০২০
অঘটনের জন্ম দিয়ে ফাইনালে কেনিন

বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টিকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ১৪তম বাছাই মার্কিন তারকা সোফিয়া কেনিন। এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি।

সেমিফাইনালে কেনিন বিষ্ময়করভাবে ৭-৬ (৮/৬), ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান বার্টিকে। এ জয়ের ফলে শনিবারের ফাইনালে তিনি অবাছাই গার্বিন মুগুরুজার মোকাবেলা করবেন। চতুর্থ বাছাই রোমানীয় তারকা সিমোনা হালেপকে ৭-৬ (১০/৮), ৭-৫ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন মুগুরুজা।

অঘটনের জন্ম দিয়ে ফাইনাল নিশ্চিত করা মস্কোয় জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী কেনিন ম্যাচ শেষে বলেছেন, ‘বার্টি কঠিন খেলোয়াড়দের একজন। খুবই দারুণ খেলেছেন। তবে জানতাম জয়ের পথ ঠিকই খুঁজে নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। একেবারেই নির্বাক হয়ে গেছি। পাঁচ বছর বয়স থেকেই আমি এ স্বপ্নটির অপেক্ষাতেই ছিলাম। এখানে আসার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। তার সঙ্গে সত্যিই কঠিন লড়াই করতে হয়েছে। কারণ তিনি হচ্ছেন এক নম্বর তারকা।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না

ফিরছেন মারিয়া শারাপোভা

ফিরছেন মারিয়া শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে হতাশার বার্তা দিল মারে

অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে হতাশার বার্তা দিল মারে

স্বপ্নের পথে আহাদের এগিয়ে চলা

স্বপ্নের পথে আহাদের এগিয়ে চলা