চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০২:০৩ এএম, ০১ নভেম্বর ২০২০
চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার (অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মাগুরার একতা স্পোর্টিং ও কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কাউন্সিলর আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রিংকু, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মো. বাবুর আলী, চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম খেলা। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরার একতা স্পোর্টিং ক্লাব ও কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ।
sportsmail24
বিপুল দর্শকের উপস্থিতিতে দু’দলের পাল্টাপাল্টি বল দখলের মধ্য দিয়ে গোল শূন্য অবস্থায় শেষ হয় খেলার প্রথমার্ধ। তবে দু’দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে।

বিরতিতে থেকে ফিলে পাল্টাপাল্টি বল দখলে উপস্থিত দর্শকদের বেশ আনন্দে দেন দুই দলের খেলোয়াড়রা। এর মাঝে ডি বক্সের বাইরে কোটচাঁদপুর একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় জন্ডিকে অবৈধভাবে বাঁধা দেয় একতা স্পোর্টিং ক্লাবের ৪নং জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম।
sportsmail24
রেফারি ফাউলের বাঁশি বাজান। ফ্রি কিক থেকে শট নেন কোটচাঁদপুর একাদশের সাইফুল। ফ্রি কিকের বল একতা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষকের হাতের স্পর্শে পেয়ে গোলবারে লেগে ফিরে আসে। তবে শেষ রক্ষা হয়নি। ফিরে আসা বল জন্ডি বল ঠিক জালে জড়ান। ১-০ গোলে এগিয়ে যায় কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে মাগুরার একতা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কোটচাঁদপুর ফুটবল একাদশের হয়ে একমাত্র গোল দেওয়া জন্ডি।

ম্যচিটি পরিচালনা করেন রেফারি রবিউল ইসলাম এবং তাকে সহযোগিতা করে দুই সহকারী রেফারি মারুফ হোসেন ও নিপ্পন।

মিশন আলী/ঝিনাইদহ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় আনন্দ-উল্লাস

সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় আনন্দ-উল্লাস

পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মুক্তিযোদ্ধাদের বাড়িতে মাশরাফির মিষ্টি

পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মুক্তিযোদ্ধাদের বাড়িতে মাশরাফির মিষ্টি

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্ট

মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্ট