হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৭ নভেম্বর ২০২০
হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল কমিটির ব্যবস্থাপনায় জেএফএ অ-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ প্রাথমিক রাউন্ডে জয় পেয়েছে শেরপুর জেলা দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ময়মনসিংহ আঞ্চলিক ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে হবিগঞ্জ জেলা দলকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা।

ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে অমিমাংসিত ছিল। শেরপুরের পক্ষে আক্রমণভাগের বাবনা আক্তার গোল করেন। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে শেরপুরের মেয়েরা ৩টি গোল করলেও হবিগঞ্জের মেয়েরা মাত্র একটি গোল করতে পারে। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় শেরপুর।

প্রথম ম্যাচে জয় পাওয়া পর আঞ্চলিক সেমিফাইনালে ময়মনসিংহ জেলা দলের মোকাবেলা করবে শেরপুর জেলা।

এদিকে শেরপুর জেলা দল জয়লাভ করায় দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

শেরপুর জেলা দলের পক্ষে সদরের সোলায়মান কবীর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলাররা কোচ সৈয়দ বদরুল হক রিজভী ও মজিবুর রহমানের তত্বাবধানে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

হাকিম বাবুল, শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

কলারোয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেসিএ লায়নের বাজিমাত

কলারোয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেসিএ লায়নের বাজিমাত

চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় আনন্দ-উল্লাস

সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় আনন্দ-উল্লাস