নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৮ জুন ২০২০
নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

ফাইল ছবি

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশেও পড়েছে। লকডাউনসহ স্বাস্থ্য-বিধির নানা নির্দেশনা সত্ত্বেও প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। এ অবস্থায় নতুন করে আক্রান্তের সংখ্যা বিবেচনায় অঞ্চল ভাগ করছে সরকার।

করোনাকালীন সময়ে ঢাকা থেকে অনেকে গ্রামের বাড়ি যাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়েও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। সেই সব জেলার মধ্যে সীমান্তবর্তী শেরপুর জেলা অন্যতম। জেলাটিকে ইতোমধ্যে করোনা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

‘রেড জোন’ ঘোষণা করার পরও স্বাস্থ্য-বিধি না মেনে অবাধ চলাচল, শহরের দোকাটপাট খোলা রাখা, এমনকি শহরের পাশেই তরুণদের দল বেধে ফুটবল খেলায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি।

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় নিজ জেলা শেরপুরে অবস্থান করছেন নিগার সুলতানা। বাসাবন্দি থেকেই বিসিবির দেওয়া পরামর্শ মতে ফিটনেস ধরে রাখতে অনুশীলন করছেন তিনি।

সম্পতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন জ্যোতি। সেখানে দেখা যায়, এক দল তরুণ ফুটবল খেলছেন। যেখানে আরও অনেকে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। ভিডিওর সাথে ক্যাপশনে তিনি লিখেন, ‘শেরপুরের করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এভাবে পালন করা হচ্ছে, সময় বিকাল : ৫ ঘটিকা।’

এ বিষয়ে যোগাযোগ করে হলে স্পোর্টসমেইল২৪.কম-কে তিনি বলেন, ‘আমাদের দেশে করোনাভাইরাসের বর্তমান যে অবস্থা এটা একমাত্র অসচেতনার জন্যই হয়েছে। আমরা যদি সচেতন না হই তাহলে কখনো এ ভাইরাস থেকে রক্ষা পাব না।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো- আমার মনে হয় মানুষ করোনাকে ভয়ঙ্কর রোগ হিসেবে নিচ্ছে না! করোনা যে কতটা ভয়ঙ্কর, এটার পরিণতি যে কী হতে পারে; তা মানুষ বুঝতেছে না। গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় সবাই সচেতনার কথা বলছেন, কিন্তু বাস্তবে তেমনটা মানা হচ্ছে না। এটা আমাদের জন্য খুবই খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে।’

জাতীয় নারী দলের এই ক্রিকেটার বলেন, ‘আমার বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে একজন কোভিড-১৯ রোগী রয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হননি; সবচেয়ে ভয়ের কথা হলো- তিনি সবার সাথে বাইরে বের হচ্ছেন বলে জানতে পেরেছি। এ বিষয়গুলো নিয়ে আমাদের আরও কঠোর হতে হবে। প্রশাসন এ বিষয়ে আরও নজর দেবে বলে আশা করি।’

শেরপুর জেলা সদরসহ মোট পাঁচ উপজেলায় এখন পর্যন্ত (১৬ জুন, মঙ্গলবার) ১৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মাঝে সুস্থ হয়েছেন ৯৫ জন এবং ৩ জন মারা গেছেন। এছাড়া এখনো অনেকে নতুন করে আরও শনাক্ত হচ্ছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মন্ত্রণালয়ের অনুদান পেল শেরপুরের ৮ ক্রীড়াবিদ

মন্ত্রণালয়ের অনুদান পেল শেরপুরের ৮ ক্রীড়াবিদ

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা