শেরপুর ডিএফএ সভাপতির প্রসংশনীয় উদ্যোগ, দিতে চান ট্রাকভর্তি ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ এএম, ১৫ আগস্ট ২০২১
শেরপুর ডিএফএ সভাপতির প্রসংশনীয় উদ্যোগ, দিতে চান ট্রাকভর্তি ফুটবল

দেশের উত্তর সীমান্তের মধ্যমভাগে মেঘালয় ঘেষা জেলা শেরপুর। সদরসহ মোট পাঁচটি উপজেলায় নিয়ে গঠিত এ জেলায় মিনি স্টেডিয়াম ছাড়াও অসংখ্য খেলার মাঠ রয়েছে। তবে এসব মাঠের খেলোয়াড়দের প্রশিক্ষণের যেমন অভাব, তেমনি অপ্রতুল ক্রীড়া সামগ্রির। সেই অভাব মোচনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) সভাপতি মানিক দত্ত।

সম্পতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত। সেখানে তিনি বলেন, ‌‘আমার একটি ইচ্ছে শেরপুর জেলায় যতগুলো মাঠে ছেলে-মেয়েরা ফুটবল খেলে, সে সকল মাঠে গিয়ে ফুটবল বিতরণ করা। ইচ্ছেটা এ রকম, একটি ট্রাক ভর্তি ফুটবল নিয়ে এবং সাথে কয়েকজন সাবেক ও বর্তমান কৃতি ফুটবলার নিয়ে মাঠে মাঠে গিয়ে ফুটবলগুলো বিতরণ করা।’

তিনি আরও বলেন, ‘অনেকেই হয়তো জানেন না যে, সরকারিভাবে বা ক্রীড়া পরিষদ অথবা ফেডারেশন হতে কোন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় না। তারপরও আমি যেহেতু শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সেহেতু আমার কাছে ফুটবল চাওয়া স্বাভাবিক। আমার সাধ্যমত নিজের অর্থে অনেককেই দিয়ে থাকি এবং দিচ্ছি। আমার ইচ্ছেটি বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব নয় বিধায় দেশ-বিদেশের বন্ধু-বান্ধব, বড়ভাই-ছোটভাই, কাছের-দূরেরজন, পরিচিত-অপরিচিতজন সবার কাছে আবেদন জানাচ্ছি, আমাকে সহযোগিতা করার জন্য। অর্থ নয়, ইচ্ছে মতো যে যেক’টি পারেন ফুটবল দিয়ে সহযোগিতা করুন।’

নিজের এমন ইচ্ছার করা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার পর বেশ সাড়া পেয়েছেন তিনি। স্পোর্টসম্যাইল২৪.কম-কে তিনি জানান, ‘এখন পর্যন্ত ৫৯টি ফুটবল হাতে পেয়েছেন। এছাড়া বন্ধুরা আরও ২৭টি বল দেওয়ার কথা দিয়েছেন।’

স্যোশাল মিডিয়ায় এমন পোস্ট দেখে ডিএফএ সভাপতি মানিক দত্তর সাথে কথা বলে স্পোর্টসম্যাইল২৪.কম। জানতে চাওয়া হয় নিজের এমন উদ্যোগের কথা। তিনি বলেন, ‘আমি শেরপুর জেলার ডিএফএ সভাপতি। সবাই (খেলোয়াড়রা) আমার কাছে বল চান। আমি আমার সাধ্যমত দেওয়ার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে জেলার সকল স্টেডিয়াম বন্ধ ছিল। তবে ১৯ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আবারও খুলছে। ফেডারেশনের পক্ষে থেকে আসলে ওভাবে সহযোগিতা করা যায় না। তাই আমার মনে হলো সবার কাছ থেকে যদি সহযোগিতা পাওয়া যায়, পুরো জেলার বিভিন্ন মাঠে ছেলে-মেয়েদের মাঝে ফুটবল বিতরণ করবো। আমার ইচ্ছা, এক ট্রাক ফুটবল নিয়ে তাদের সামনে হাজির হবো।’

শেরপুরের জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) সাধারণ সম্পাদক হাকিম বাবুল বলেন, ‘উদ্যোগটা অবশ্যই প্রসংশনীয়। জেলার প্রায় এক থেকে দেড়শটি ছোট-বড় মাঠে দুটি করে ফুটবল দেওয়া গেলেও উপকার হবে। অন্তত ছেলে-মেয়েরা খেলতে পারবে।’

ডিএফএ সভাপতি মানিক দত্তর চাওয়া অন্তত ৫০০টি ফুটবল যেন তিনি বিতরণ করতে পারেন। তবে এ জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক থেকে ফুটবল দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

দেশ বা দেশের বাইরে থেকে যেকেউ সহযোগিতা করতে চাইলে সরাসরি ফুটবল পাঠাতে পারেন। অথবা মোবাইলে সরাসরি মানিক দত্তের সাথেও যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের ঠিকানা
মানিক দত্ত
সভাপতি, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন,
শেরপুর-২১০০.
মোবাইল- ০১৭১২ ৯৬৭০৯৬, ০১৯১৯ ৯৬৭০৯৬।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রী-সন্তানের ঈদ কেনাকাটার টাকায় ৩০ দুস্থ ফুটবলারকে অনুদান

স্ত্রী-সন্তানের ঈদ কেনাকাটার টাকায় ৩০ দুস্থ ফুটবলারকে অনুদান

শেখ কামালের জন্মদিনে শেরপুরে দুই জেলার ফুটবল লড়াই

শেখ কামালের জন্মদিনে শেরপুরে দুই জেলার ফুটবল লড়াই

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

মন্ত্রণালয়ের অনুদান পেল শেরপুরের ৮ ক্রীড়াবিদ

মন্ত্রণালয়ের অনুদান পেল শেরপুরের ৮ ক্রীড়াবিদ