বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব-নির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে সংর্বধনা দিয়েছেন নগরীর বিভিন্ন ক্রিকেট একাডেমি।
শনিবার (১১ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এ সংর্বধনা দেওয়া হয়। কোচ রইসউদ্দিন বাবুর নেতৃত্বে বৈকালী সংঘ ক্রিকেট একাডেমীর ছাত্রবৃন্দ খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে ফুলেল শুভেচ্ছা দেন।
এছাড়া ক্রিকেট কোচিং স্কুল, যুব ক্রিকেট স্কুল, কাটাখালী ক্রিকেট একাডেমি, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে বিসিবি কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেম, এফসিআর-এর সাধারণ সম্পাদক ওমর শরিফ খান রওনক এবং সাধারণ সম্পাদক সেখ মামুন ডলার উপস্থিত ছিলেন।
সংবর্ধনার শুরুতে বিসিবির নব-নির্বাচিত পরিচালকগণ ক্রিকেট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তারা দু’জনই বলেন, রাজশাহীতে এবার বিপিএল’র ভেন্যু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ইতিমধ্যে ভেন্যুর উন্নয়নের লক্ষ্যে ফ্লাইট লাইটের কাজ করতে বিসিবি থেকে বেশ কয়েকজন প্রতিনিধি রাজশাহীতেে আসছেন।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিসিবির নব নির্বাচিত পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংর্বধনা প্রদান করে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী।
ওই দিন বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিসিবির পরিচালক ও হাই পারফরমেন্সর চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা দিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইস উদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু।
এছাড়া খালেদ মাসুদ পাইলটের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন ফর্মার ক্রিকেটার অব রাজশাহী (এফসিআর) এর নেতৃবৃন্দ। এছাড়াও সোনালী অতিত ক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় খেলোয়াড়বৃন্দ, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডন্স কর্মী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেমসহ রাজশাহীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরাও শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে পাইলট বলেন, আমি তিন নং ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছি। আমি সারা দেশের হয়ে কাজ করবো। দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করবো। আপনারা দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

মো. ফয়সাল আলম