সাতক্ষীরায় অসহায় খেলোয়াড়দের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৪০ এএম, ৩১ মে ২০২০
সাতক্ষীরায় অসহায় খেলোয়াড়দের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরায় করোনাভাইরাসের সঙ্কটকালীন সময়ে দুস্থ ও অসহায় খেলোয়াড় এবং বিসিবি প্রদত্ত স্থানীয় দুস্থ ক্রিকেটারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এসব সহায়তা প্রদান করেন।

করোনাভাইরাসের সঙ্কটকালীন সময়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলার ১৭১ জন বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের মাঝে মোট ২ লাখ ৫৬ হাজার ৫শ’ টাকার নগদ অর্থ এবং বিসিবি প্রদত্ত দুস্থ ৫১ জন ক্রিকেটারদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলে যাওয়া কাজলের পরিবারের পাশে তামিম-মুশফিকরা

চলে যাওয়া কাজলের পরিবারের পাশে তামিম-মুশফিকরা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সৌম্যর সহায়তা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সৌম্যর সহায়তা

ফুল হাতে ভি-চিহ্ন, বাসায় ফিরলেন কোচ আশিকুর

ফুল হাতে ভি-চিহ্ন, বাসায় ফিরলেন কোচ আশিকুর

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল