আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১২ অক্টোবর ২০২০
আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

ভারতে মেয়েদের প্রমীলা আইপিএল হিসেবে পরিচিতি ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবার অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম এবং সালমা খাতুন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজনের এ টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের এ দুই নারী ক্রিকেটার।

রোববার (১১ অক্টোবর) বিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম ভেলোসিটির হয়ে এবং তারকা অলরাউন্ডার সালমা খাতুন ট্রেইলব্লেজার্সে হয়ে খেলবেন।

চলতি বছরের ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাকি দল হলো সুপারনোভাস। তিন দলের এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভেলোসিটির মোকাবেলা করবে সুপারনোভাস।

করোনাকালে অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্ট হচ্ছে নারী আইপিএলের তৃতীয় আসর। ভারতের কোভিড পরিস্থিতি দিন দিন অবনতি ঘটায় পুরুষদের আসরের মতো এ আসরও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
sportsmail24
টুর্নামেন্টে এটি জাহানারার দ্বিতীয় অংশগ্রহণ হলেও সালমা খাতুনের জন্য প্রথম। জাহানারা গত আসরেও খেলেছেন। ওই আসরে ভেলোসিটির হয়ে এক ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি।

প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও ফাইনালে জ্বলে উঠেছিলেন। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে তৃুলে নিয়েছিলেন ২ উইকেট। যদিও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়েছিল তার দলের।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তিন দলের এ টুর্নামেন্ট। যার সমাপ্তি ঘটবে ৯ নভেম্বর (সোমবার)। জাহানারা-সালমার আইপিএলে খেলার বিষয়ে ইতোমধ্যে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া তামিম-মুশফিদের অনুশীলনের ফাঁকে মিরপুরে নিজের অনুশীলন সেরেছেন জাহানারা আলম। অন্যদিকে করোনার মাঝে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে নিজেকে ফিট রেখেছেন সালমা খাতুন।

এখন করোনা পরীক্ষায় পাস করলে ২১ অক্টোবর (বুধবার) ঢাকা ছাড়তে পারেন জাহানারা আলম ও সালমা খাতুন। যুক্ত আরব-আমিরাতে ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দলের মেয়েদের আইপিএল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের আইপিএলে ডাক পেয়েছেন জাহানারা ও সালমা

মেয়েদের আইপিএলে ডাক পেয়েছেন জাহানারা ও সালমা

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

দেশবাসীর উদ্দেশে জাহানারার ৮ পরামর্শ

দেশবাসীর উদ্দেশে জাহানারার ৮ পরামর্শ