রাজস্থানকে বিদায় করে প্লে-অফের স্বপ্নে কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০২ নভেম্বর ২০২০
রাজস্থানকে বিদায় করে প্লে-অফের স্বপ্নে কলকাতা

বাঁচা-মরার লড়াইয়ে পাঞ্জাবের মতো মারা পড়লো রাজস্থান রয়্যালস। আইপিএলের চলমান আসরে নিজেদের শেষ ম্যাচে কলকাতার কাছে ৬০ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো রাজস্থান। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্লে-অফে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।

রোববার (১ নভেম্বর) দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ৫৪তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের ইনিংস গড়ে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করতে পারে রাজস্থান। ফলে ৬০ রানের বড় পরাজয় নিয়ে আইপিএলের ১৩তম আসর থেকে বিদায় নেয় স্টিভ স্মিথের দল রাজস্থান রয়্যালস।

ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন কলকাতার অধিনায়ক ইয়ান মরগান। বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠেছিল তার ব্যাট। পাঁচ নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। তার এ বিধ্বংসী ইনিংসে ৫টি চারের মারের সাথে ৬টি ছক্কার মার ছিল।

মরগান ছাড়া কলকাতার হয়ে ব্যাট হাতে ওপেনার শুভমান গিল ২৪ বলে ৩৬, রাহুল ত্রিপাঠি ি৩৪ বলে ৩৯, আন্দ্রে রাসেল ১১ বরে ২৫, প্যাট কামিন্স ১১ বলে ১৫ রান করেন।

জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের টপ অর্ডার চার ব্যাটম্যানের মাঝে একমাত্র ওপেনার বেন স্টোকস দুই অংকের ঘরে রান নিতে পেরেছেন। বাকি তিনজন ছিলেন এক অংকের ঘরে। অধিনায়ক স্মিথ করেছে ৪ বলে ৪ রান।

এছাড়া জস বাটলার ২২ বলে ৩৫, রাহুল তেওয়াতিয়া ২৭ বলে ৩১ এবং শ্রেয়াস গোপালের ২৩ বলে ২৩ ছাড়া আর কেউ দুই অংকের ঘরে প্রবেশ করতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালসের যাত্রা। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে রাজস্থানের বিপক্ষে বল হাতে ৪ উইকেট নেওয়া প্যাট কামিন্স।

এদিকে এ হারে ১৪ ম্যাচে মাত্র ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে থেকে টুর্নামেন্ট েশেষ করলো রাজস্থান রয়্যালস। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে তাদের উপরে রয়েছে সবার আগে বিদায় নেওয়া ধোনির চেন্নাই সুপার কিংস।

এছাড়া রাচস্থানকে হারিয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে উঠে গেছে কলকাতা। তবে তাদের প্লে-অফে খেলার নিশ্চয়তা নেই। কারণ, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করা পাঁচ নম্বরে থাকা হায়দরাবাদের মঙ্গলবারের (৩ নভেম্বর) ম্যাচ পর্যন্ত তাদের অপক্ষো করতে হবে। ওই ম্যাচে মুম্বাইয়ের কাছে হায়দরাবাদ হেরে গেছে কলকাতার প্লে-অফ নিশ্চিত হবে। অন্যথায় তাদেরও বিদায় ঘণ্টা বাজবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মরা চেন্নাইয়ে মারা পড়লো পাঞ্জাব

মরা চেন্নাইয়ে মারা পড়লো পাঞ্জাব

দিল্লিকে চিন্তায় ফেলে শীর্ষস্থান পোক্ত করলো মুম্বাই

দিল্লিকে চিন্তায় ফেলে শীর্ষস্থান পোক্ত করলো মুম্বাই

ধোনিকে যে পরামর্শ দিলেন সাঙ্গাকারা

ধোনিকে যে পরামর্শ দিলেন সাঙ্গাকারা

টি-টোয়েন্টিতে হাজার ছক্কা, একমাত্র মালিক গেইল

টি-টোয়েন্টিতে হাজার ছক্কা, একমাত্র মালিক গেইল