টি-টোয়েন্টিতে হাজার ছক্কা, একমাত্র মালিক গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০২০
টি-টোয়েন্টিতে হাজার ছক্কা, একমাত্র মালিক গেইল

ছবি : বিসিসিআই

টি-টোয়েন্টি ক্রিকেটে তার তুলনা নেই। ক্রিকেট বিশ্বে যাকে সবাই ‘ইউনিভার্স বস’ হিসেবে চিনে। সেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল এবার গড়লেন আরও একটি রেকর্ড, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আর কারো নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) আইপিএলের ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে ৮টি ছক্কা হাঁকান গেইল। এর সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে এক হাজার ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের মোট ছক্কার সংখ্যা এখন ১০০১ টি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে ছক্কার হাজার থেকে ৭ ছক্কা দূরে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা গেইল। ব্যাট করতে নেমে একে একে ৮টি ছক্কা হাঁকান তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে গেইলের ১০০১টি ছক্কার মাঝে আইপিএলে ৩৪৯টি, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার সংখ্যায় গেইলের ধারের কাছে কেউ নেই। ৬৯০টি ছক্কা নিয়ে দ্বিতীয়তে রয়েছেন তারই স্বদেশী কাইরন পোলার্ড।

তবে মাইলফলক ছোঁয়ার এ ম্যাচে গেইলকে পুড়তে হয়েছে আক্ষেপে। কারণ, মাত্র এক রানের জন্য সেঞ্চুরি পূরণ হয়নি তার। ৬৩ বলে ৯৯ করে জফরা আর্চারের বলে বোল্ড হন তিনি। নিজের সেঞ্চুরি বঞ্চিত ম্যাচটিও হেরেছে তার দল পাঞ্জাব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটই আসল : গেইল

টেস্ট ক্রিকেটই আসল : গেইল

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

ভুল স্বীকার করায় শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

ভুল স্বীকার করায় শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ