মোস্তাফিজদের ম্যাচে দুই ‌'জুয়াড়ি' আটক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ০৭ মে ২০২১
মোস্তাফিজদের ম্যাচে দুই ‌'জুয়াড়ি' আটক

আইপিএলে যে জুয়াড়িদের আনাগোনা থাকে, তা সবারই জানা। এবারের আইপিএলেও ছিল সেটি। তবে তাদের মাঝে দু'জনকে পাকড়াও করেছে পুলিশ। দিল্লিতে রোববার মোস্তাফিজদের ম্যাচ চলকালে তাদের আটক করা হয়।

দিল্লিতে রোববার (২ মে) সানরাইজ হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে পরিচয়পত্র নকল করে দু'জন লোক মাঠে ঢুকে গিয়েছিলেন। শুধু মাঠে না, ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়ামের ভিআইপি বক্সেও। তবে শেষ রক্ষা হয়, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

করোনার মধ্যে পুরো ভারত যেখানে জবুথবু, সেখানে তারা দু'জন স্বাস্থ্যবিধি ও প্রটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে স্টেডিয়ামের ভিআইপি বক্সে ঢুকলেন -তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাল পরিচয়পত্র দিয়ে মাঠে ঢোকার দু'জনের নামও জানিয়েছে পুলিশ। স্বরূপনগরের কৃষ্ণান গার্গ ও পাঞ্জাবের ঝালান্দারের মনিশ কানসাল।

পুলিশের জিজ্ঞাসাবাদে দু'জনের কেউ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে ঢোকার যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি। ফলে তাদেরকে পাঁচদিনের হাজতে নিয়েছে পুলিশ। দু'জনের পরিচয় এবং উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ।

এদিকে, ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ২ মে (রোববার) রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে অ্যাক্রেডিটেশন কার্ড জাল করে মাঠে প্রবেশ করা ওই দুইজন জুয়াড়ি। ভারতীয় দণ্ডবিধি ও মহামারি রোগ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল

বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল