ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ০৪ জুন ২০২১
ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

করোনা মহামারির মধ্যে ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এর পরেই ভারত যেন পরিণত হয় এক মৃত্যপুরীতে। অক্সিজেনের জন্য হাহাকার, ছিল না কোনো আইসিইউ। করোনার এ মুহূর্তে ভারতের কি অবস্থা হয়েছিল সেটার কিছুটা হলেও নিজের চোখে দেখেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। সে অভিজ্ঞতায় জানিয়েছেন তিনি।

আইপিএলের ১৪তম আসরে খেলতে করোনা মহামারির সময়ে ভারতে অবস্থান করছিলেন ডেভিড ওয়ার্নার। হোটেল থেকে মাঠে যাওয়ার সময়ে দেখেছেন হাজার হাজার মানুষের লাশের শেষকৃত্য করার জন্য দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে। এ দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে অনেক কষ্ট হয়েছে বলে জানান তিনি। অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে এসব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘অক্সিজেন নিয়ে ভারতে যা চলছিল টিভি তা দেখার পর সেখানকার মানুষের মনে প্রভাব পড়বে এটা অস্বাভাবিক কিছু নয়। আপনজনের লাশের শেষকৃত্য করার মানুষ রাস্তায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল। মাঠে যাওয়ার সময় আমরা এ দৃশ্য নিয়মিতই দেখতাম। একজন মানুষ হিসেবে এটা দেখা ভয়ংকর এক অভিজ্ঞতা।’

আরও পড়ুন: স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান 

করোনার এ মুহূর্তে আইপিএল স্থগিত করা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ওয়ার্নার। তিনি জানান, ‘মানবিক দিক থেকে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত সঠিক। জৈব সুরক্ষা বলয়ে থেকেও মাঠে যাওয়া-আসা এবং বিমানে চলাফেরা করা কঠিন ছিল। তবে আইপিএল নিরাপদ রেখে শেষ করার সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের মধ্যে। আইপিএল থেকে বের হয়ে আসা খুবই জরুরী হয়ে পড়েছিল।’

করোনাভাইরাসের আক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয় দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়াও বায়ো-বাবলের মধ্যে কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যেও করোনার আক্রমণ ছড়িয়ে পড়েছিল। স্থগিত হওয়ার সাথেই সাথেই ঘরে ফেরার তাড়াহুড়ো শুরু করেন আইপিএলে খেলা ক্রিকেটাররা।

ঘরে ফেরার লড়াইয়ে সবচেয়ে কঠিন অবস্থায় ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বিমান চলাচল বন্ধ ছিল। তাই মালদ্বীপে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করে দেশে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ধারাভাষ্যকারদের। দেশে ফিরেও তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

পিএসএলের প্রশংসায় আন্দ্রে রাসেল

পিএসএলের প্রশংসায় আন্দ্রে রাসেল