মিতব্যয়ী মোস্তাফিজ, তবুও হার দিল্লির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ এএম, ০৮ এপ্রিল ২০২২
মিতব্যয়ী মোস্তাফিজ, তবুও হার দিল্লির

প্রথম দুই ওভারে মাত্র ৮ রান দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ স্পেলের দুই ওভারে ১৮ রান দিলেও ইকোনমি রেট ছিল সম্মানজনক। তবুও লাক্ষ্মৌয়ের বিপক্ষে দিল্লিকে জেতাতে পারেননি। টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো দিল্লি। গুজরাটের পর দিল্লির কাছে মোস্তাফিজের দিল্লির হার ৬ উইকেটের।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লাক্ষ্মৌ সুপার জায়ান্টস। উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে দেন পৃথ্বি শ এবং ডেভিড ওয়ার্নার। দুইজনের ৬৭ রানের জুটিতে ওয়ার্নারের অবদান ছিল মাত্র ৪ রান।

ব্যক্তিগত ৬১ রানে পৃথ্বি ফিরলে ভাঙে এই জুটি। সাথে সাথে ফেরেন ডেভিড ওয়ার্নারও। পরে অধিনায়ক ঋষভ পান্থ আর সরফরাজ খানের ৫৭ বলে ৭৫ রানের জুটিতে ১৪৯ রানে থামে দিল্লির ইনিংস।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে লাক্ষ্মৌয়ের ব্যাটার কুইন্টন ডি কক হয়ে উঠেন অপ্রতিরোধ্য। তার ৮০ রানের ইনিংসে ভর করে জয় অনেকটাই নিশ্চিত করে লোকেশ রাহুলের দল। 

ডি কক ৮০ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটাররা শুধুই এই প্রোটিয়া ব্যাটারকে সমর্থনই দিয়ে গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক রাহুলের ব্যাট থেকে।

দলীয় ১২২ রানে ডি কক ফিরলে কিছুটা চাপে পড়ে লাক্ষ্মৌ। তবে বলের সাথে তাল মিলিয়ে রান তোলেন দুই ব্যাটার দীপক হুদা এবং ক্রুনাল পান্ডিয়া। তাদের ব্যাটে শেষ পর্যন্ত আর পথ হারায়নি লাক্ষ্মৌ। দলকে জয়ের বন্দে পৌঁছে দেন এবারের আইপিএলের বিস্ময় বালক আয়ুশ বাদোনি। দুই বলে ১০ রান নিয়ে দলকে তুলে দেন জয়ের বন্দরে।

লাক্ষ্মৌয়ের বিপক্ষে নিজের কোটার পুরোটা বল করে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। বল হাতে প্রতিপক্ষকে দিয়েছেন ২৬ রান। আর টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের মিতব্যয়ী বোলিং সত্ত্বেও হারলো দিল্লি ক্যাপিটালস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

খারাপ আচরণ করায় কলকাতার নীতিশ রানার জরিমানা

খারাপ আচরণ করায় কলকাতার নীতিশ রানার জরিমানা

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

কামিন্স ঝড়ে উড়লো কলকাতা, হারের বৃত্তে মুম্বাই

কামিন্স ঝড়ে উড়লো কলকাতা, হারের বৃত্তে মুম্বাই