করোনা পজিটিভ ক্রিকেটারদের সহায়তা করছে না পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৮ জুন ২০২০
করোনা পজিটিভ ক্রিকেটারদের সহায়তা করছে না পিসিবি

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে স্কোয়াডে থাকা পাকিস্তানের ১০ জন খেলোয়াড়ের শরীরে করোনা ধরা পড়েছে। তবে আক্রান্তদের এখন পর্যন্ত কোন ধরনের সহায়তা করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সাবেক অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক এমনটাই দাবি করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় ইনজামাম বলেন, ‘ইংল্যান্ড সফরের আগে ১০ জন খেলোয়াড়ের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। যাদের শরীরে করোনা পজিটিভ এসেছে, তাদের কোন ধরনের সহায়তা করছে না পিসিবি।’

তিনি বলেন, ‘আমার সূত্র আমাকে জানিয়েছে, পিসিবির মেডিকেল স্টাফরা গত কয়েকদিন ধরে আক্রান্ত খেলোয়াড়দের ফোন রিসিভ করছে না, তাদের কোন খোঁজ-খবরও নিচ্ছে না। এটা খুব দুঃখজনক ও বাজে অবস্থা।’

খেলোয়াড়দের এ দুঃসময়ে তাদের পাশে বোর্ডকে থাকার অনুরোধ করেছেন ইনজামাম। ইনজামাম বলেন, ‘আমি পিসিবিকে অনুরোধ করবো, এসব খেলোয়াড়দের ভালোভাবে যত্ন নিতে। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেট না করে বোর্ডের নিজ থেকেই সব কিছুই ব্যবস্থা করা উচিত। তারা আমাদেরই খেলোয়াড়, তাদের দেখভালের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তান জাতীয় দলের ১০ ক্রিকেটার হলেন- ফাখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, হারিস রউফ এবং হায়দার আলি। খেলোয়াড়দের সাথে দলের স্টাফ মালান আলিও করোনায় আক্রান্ত হয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়েই ইংল্যান্ডে যাবে পাকিস্তান

নির্ধারিত সময়েই ইংল্যান্ডে যাবে পাকিস্তান

পিসিবিকে ঝামেলায় ফেলেছে হাফিজ

পিসিবিকে ঝামেলায় ফেলেছে হাফিজ

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত